বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Snehashish Chakraborty: পথ দুর্ঘটনার কবলে পরিবহণ মন্ত্রী, লরির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হল গাড়ি

Snehashish Chakraborty: পথ দুর্ঘটনার কবলে পরিবহণ মন্ত্রী, লরির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হল গাড়ি

রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

ব্যক্তিগত কাজে কলকাতায় গিয়েছিলেন মন্ত্রী। কলকাতা থেকে কোন্নগরে নিজের বাড়িতে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। ডানকুনির মাইতি পাড়ার কাছে পরিবহণমন্ত্রীর গাড়িতে ধাক্কা মারে লরিটি। মাইতি পাড়ার কাছে দিল্লি রোডে গতকাল রাত ৮টা নাগাদ যানজটের মুখে পড়েছিলেন মন্ত্রী।

কলকাতা থেকে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনার কবলে পড়লেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। ১০ চাকার একটি লরি ধাক্কা মারে তার গাড়িতে। তার জেরে মন্ত্রীর গাড়ির কিছুটা অংশ দুমড়ে মুচড়ে যায়। তবে এই দুর্ঘটনায় স্নেহাশিসবাবুর অবশ্য কোনও আঘাত লাগেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ডানকুনিতে।

পথ দুর্ঘটনার কবলে গায়ক সুরজিতের গাড়ি, অল্পের জন্য রক্ষা পেলেন গায়ক

জানা গিয়েছে, ব্যক্তিগত কাজে কলকাতায় গিয়েছিলেন মন্ত্রী। কলকাতা থেকে কোন্নগরে নিজের বাড়িতে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। ডানকুনির মাইতি পাড়ার কাছে পরিবহণ মন্ত্রীর গাড়িতে ধাক্কা মারে লরিটি। মাইতি পাড়ার কাছে দিল্লি রোডে গতকাল রাত ৮টা নাগাদ যানজটের মুখে পড়েছিলেন মন্ত্রী। সেই সময় পিছন থেকে একটি লরি মন্ত্রীর গাড়ি ওভারটেক করার চেষ্টা করে। সেই সময় লরিটি স্নেহাশিস বাবুর গাড়িকে ধাক্কা মারে। মন্ত্রী ছাড়াও গাড়িতে ছিলেন চালক এবং দেহরক্ষী। তাদের কারও আঘাত লাগেনি বলেই জানা গিয়েছে। দুর্ঘটনা পর মন্ত্রী ওই গাড়িতে করেই বাড়ি ফিরে যান।

স্নেহাশিস বাবু জানান, তত বড় দুর্ঘটনা হয়নি। এটি সামান্য দুর্ঘটনা ছিল। রাতের দিকে এই রাস্তায় খুব যানজট হয়। আর যানজট ছাড়তেই একটি গাড়ি অন্য গাড়িকে ওভারটেক করার চেষ্টা করে। সেটাই হয়েছিল। তিনি বলেন, ‘লরিটি আমাদের গাড়ি ওভারটেক করার চেষ্টা করছিল। তখনই দুর্ঘটনা ঘটেছে। গাড়িতে থাকা কারও আঘাত না লাগলেও গাড়ি একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। লরি চালককে আটক করেছে পুলিশ।’

বন্ধ করুন