চাঁদের মাটিতে চন্দ্রযান ৩-এর সফল অবতরণে গোটা বিশ্বের সামনে নজির গড়েছে ভারত। এবার সেই চন্দ্রযান নামল হুগলির ডানকুনির মাটিতে। শনিবার ডানকুনির টিএন মুখোপাধ্যায় রোডে ‘বিক্রম’ ল্যান্ডার রেখে বিক্ষোভ দেখায় বিজেপি। তাদের দাবি, রাস্তার বেহাল দশা সত্বেও হেলদোল নেই প্রশাসনের।
বিজেপির দাবি, টিএন মুখোপাধ্যায় রোডসহ ডানকুনি পুরসভার বিস্তীর্ণ এলাকার রাস্তার হাল খারাপ। চাঁদের মতো যেখানে সেখানে গোল গোল গর্ত। বিশেষ করে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে কালীপুর মোড় পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তার হাল সব থেকে খারাপ। এই রাস্তা দিয়ে যাতায়াত করেন নিত্যযাত্রীরা। ওই রাস্তার সঙ্গে চন্দ্রপৃষ্ঠের ঊষর প্রকৃতির তুলনা টেনে এদিন সেখানে চন্দ্রযানের বিক্রম ল্যান্ডারের মডেল রেখে বিক্ষোভ দেখান বিজেপি নেতাকর্মীরা। ছিল রোভার প্রজ্ঞানও।
ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে এই বিক্ষোভ দেখে থেমে যান অনেক পথচলতি মানুষ। বিক্ষোভকারীদের অভিযোগ, ব্যস্ত রাস্তাটি দিনের পর দিন বেহাল অবস্থায় পড়ে থাকলেও পুরসভার হেলদোল নেই। যার জেরে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। কিন্তু নেতারা ব্যস্ত নিজেদের ঘর গোছাতে।
বিজেপির বিক্ষোভকে কটাক্ষ করেছে তৃণমূল। তাদের দাবি, বিজেপি নাটক করছে। বর্ষার শেষে সব জায়গাতেই রাস্তা খারাপ হয়। পুজোর আগে সেগুলো মেরামত করে দেওয়া হয়। এবারও তার ব্যতিক্রম হবে না। বৃষ্টি না থামলে রাস্তা মেরামতির চেষ্টা আর টাকা জলে দেওয়া একই ব্যাপার। সব জেনেও বিজেপি তৃণমূলকে বিব্রত করতে পথে নেমেছে।
সাধারণ মানুষের দাবি, বৃষ্টিতে রাস্তা খারাপ হয়েছে একথা ঠিক। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে তা মেরামতের ব্যবস্থা করা উচিত। নইলে যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।