বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > COVID-19 Updates: রাজ্যে কম টেস্টের অভিযোগ থেকে NICED-র ত্রুটিপূর্ণ কিট পরিবর্তন, একনজরে পুরো ঘটনাবলী

COVID-19 Updates: রাজ্যে কম টেস্টের অভিযোগ থেকে NICED-র ত্রুটিপূর্ণ কিট পরিবর্তন, একনজরে পুরো ঘটনাবলী

রাশিয়ার একটি ল্যাবে চলছে লালারসের নমুনা পরীক্ষা (ছবি সৌজন্য ব্লুমবার্গ)

রাজ্যের অভিযোগ মেনে নিয়ে ত্রুটিপূর্ণ কিটের পরিবর্তে অন্য কিট দেওয়া হল।

রাজ্য সরকার পরিচালিত পরীক্ষাগার থেকে ত্রুটিপূর্ণ করোনাভাইরাস পরীক্ষার কিট তুলে নিল ন্যাশনাল ইনস্টিটিটউট অফ কলেরা অ্য়ান্ড এন্টেরিক ডিজিজ (নাইসেড)। মঙ্গলবার একথা জানিয়েছেন সংস্থার এক উচ্চপদস্থ আধিকারিক।

আরও পড়ুন : COVID-19 Updates: তিন হাজার কর্মী বিশিষ্ট লোকসভায় প্রথম করোনা আক্রান্তের হদিশ

তিনি জানান, ত্রুটিপূর্ণ কিটের পরিবর্তে পুণের ন্যাশনাল ইনস্টিটিউট ভাইরোলজি (এনআইভি) যে কিট পাঠিয়েছে, সেগুলি রাজ্যকে দেওয়া হয়েছে।

আরও পড়ুন : Lockdown 2.0: প্রায় ২০ দিন নয়া করোনা আক্রান্ত নেই, জলপাইগুড়ি-কালিম্পঙে কেন্দ্রীয় দল কেন, ক্ষোভ মমতার

অবশ্য করোনা পরীক্ষা নিয়ে নাইসেড ও রাজ্যের মধ্যে আগে থেকেই টানাপোড়েন চলছিল। দেখে নিন পুরো ঘটনার টাইমলাইন :

১) গত ১৩ এপ্রিল নাইসেডের অধিকর্তা শান্তা দত্ত জানান, রাজ্যের জনসংখ্যার তুলনায় নগণ্য নমুনা পরীক্ষা হচ্ছে। অথচ টেস্ট কিটের অভাব নেই। তা নিয়ে শুরু হয় বিতর্ক।

২) এরপর ১৯ এপ্রিল স্বাস্থ্য দফতর অভিযোগ করে, সপ্তাহ দুয়েক আগে রাজ্যে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর) নোডাল এজেন্সি নাইসেডের তরফে যে করোনা পরীক্ষার কিট দেওয়া হয়েছে, তা ত্রুটিপূর্ণ। ফলে পরীক্ষার চূড়ান্ত ফলাফল মিলছে না। আবারও পরীক্ষা করতে হচ্ছে। ফলে করোনা নির্ণয়ে বিলম্ব হচ্ছে।

আরও পড়ুন : বাংলার ৭৮ জনের র‌্যাপিড টেস্ট, করোনা পজিটিভ কলকাতার ২ বাসিন্দা

৩) যদিও একটি মহলের তরফে অভিযোগ করা হয়, কম সংখ্যক টেস্ট করার ব্যর্থতা ঢাকতে রাজ্য সাফাই গাইছে।

৪) নাইসেডের তরফে অবশ্য স্বীকার করা হয়, কিটে সমস্যা ছিল। স্ট্যান্ডার্ডাইজ না করায় এরকম ত্রুটি হতে পারে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানানো হয়।

৫) নাইসেড অধিকর্তা বলেন, 'বিষয়টি নোট করেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চও (আইসিএমআর)। এটা দুর্ভাগ্যজনক যে, একদম ঠিক ফলাফল দেওয়ার জন্য কিটগুলিকে স্ট্যান্ডার্ডাইজ করেনি উৎপাদনকারী সংস্থা। প্রতিটি মেডিক্যাল কলেজের পক্ষে কিটের স্ট্যান্ডার্ডাইজ করা কঠিন। তাই সেগুলিতে ভিন্ন ও মীমাংসাহীন ফল দেখাচ্ছে। বিষয়টি দেখছে আইসিএমআর।'

আরও পড়ুন : Covid-19: করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য পশ্চিমবঙ্গকে ৩৪৬১ কোটি দিল কেন্দ্র

৬) ইতিমধ্যে সোমবার আইসিএমআরের তরফে জানানো হয়, যে কিট দেওয়া হয়েছে। তার মান ভালো। তবে তাপমাত্রার জন্য সমস্যা হতে পারে। আইসিএমআরের মহামারীবিদ্যা ও সংক্রামক রোগের প্রধান রমন আর গঙ্গাখেদকর বলেন, 'এখানে (যে কিটে রাজ্যে পরীক্ষা হচ্ছিল) শুধু একটাই সমস্যা আছে। এই কিট যখন রাখতে হবে, তখন ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে রাখতে হবে। ২০ ডিগ্রির উপর গেলে টেস্টের ফলাফল ঠিকঠাক আসবে না। কয়েকজনের (নমুনা) পুনরায় পরীক্ষা করতে হচ্ছে বলে অভিযোগ এসেছে। কারণ কন্ট্রোলে যেগুলি থাকে সেগুলি লাইট আপ হয়নি। যখন টেকনিশিয়ান কাজ করেন ও বেশি নমুনা না থাকে, তাহলে ওটার স্ট্রিপ বাইরে বের করে আরও একবার রান করান, দ্বিতীয় নমুনা পরীক্ষা করার জন্য। সেরকম যখন করবেন, তখন ঘরের তাপমাত্রায় রেখে পরীক্ষার চেষ্টা করেছিলেন কিনা, সেটা দেখতে হবে।'

পাশাপাশি, তিনি আরও জানান, করোনার সংকটময় পরিস্থিতিতে পুণের এনআইভি-র কিট রাজ্যের হাতে দেওয়া হবে।

আরও পড়ুন : এক দিনে ৫৩, কেন্দ্রের খাতায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত ৪০০ ছুঁইছুঁই

৭) এরপর মঙ্গলবার নাইসেডের ওই আধিকারিক জানান, ত্রুটিপূর্ণ করোনাভাইরাস পরীক্ষার কিট তুলে নেওয়া হচ্ছে। পরিবর্তে এনআইভি-র কিট দেওয়া হচ্ছে। তিনি জানান, আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ছাড়পত্র পেয়েছিল কিট। তবে ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে রাখা হলে ত্রুটিপূর্ণ ফল পাওয়া হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলার মুখ খবর

Latest News

নাম জড়িয়েছে RAW'র, পান্নুনকাণ্ডে ভারত-মার্কিন সম্পর্কে চিড়? মুখ খুললেন জয়শংকর রাহুলের পাশে দাঁড়ালেন গম্ভীর, শাহরুখের প্রশংসা করে গোয়েঙ্কাকে দিলেন শিক্ষা 'বেজিং তৈরি...', ভারতে পা রেখেই সীমান্ত সংঘাত নিয়ে নয়া বার্তা চিনা রাষ্ট্রদূতের ২০২৪ মাতৃ দিবসের বাছাই করা শুভেচ্ছা বার্তা একনজরে, রইল বিখ্যাত কিছু উক্তি 'শেষের ঘণ্টা' বাজার পরও পরীক্ষার খাতায় 'লিখে চললেন' দিলীপ ঘোষ, আটকাল কমিশন 'যত সময় যাবে, তত বিকৃত হতে পারে প্রমাণ', রামনবমী হিংসা নিয়ে পর্যবেক্ষণ HC-র শুধু সৌমিতৃষা নয়,আদৃত-কৌশাম্বির বিয়েতে ‘মিসিং’ দিয়াও! প্রাক্তনকে এড়াতে এলেন না? বাংলায় এসে সরকারি চাকরি, ডিএ নিয়ে তির ছুড়লেন হিমন্ত, বোঝালেন ৩৬-এর ফারাক বাংলায় ক্লিন সুইপ 'দেখছেন' মোদী, শাহের গলায় আবার 'নির্দিষ্ট আসন সংখ্যা' বালবির্নির ব্যাটে বাবরদের হোঁচট! পাকিস্তানকে ৫ উইকেটে হারাল আয়ারল্যান্ড

Latest IPL News

রাহুলের পাশে দাঁড়ালেন গম্ভীর, শাহরুখের প্রশংসা করে গোয়েঙ্কাকে দিলেন শিক্ষা গিল-সুদর্শনের জোড়া শতরান, ডু-অর-ডাই ম্যাচে চেন্নাইকে ওড়াল গুজরাট টাইটানস T20 World Cup খেলতে কবে দেশ ছাড়বেন কোহলিরা, জানিয়ে দিলেন বোর্ড সচিব জয় শাহ টানা দশ বছর ধরে IPL-এ ব্যর্থ, হতাশাজনক পারফরমেন্সে রেকর্ড পঞ্জাব কিংসের GT-র বিরুদ্ধে মাঠে নামার আগে IPL 2023 Final-এর স্মৃতি ফেরালেন রবীন্দ্র জাদেজা আমি জানি আমায় আরও রিস্ক নিতে হবে- স্পিনারদের বিরুদ্ধে কোহলির নতুন কৌশলটা কী? সানরাইজার্সের সঙ্গে সম্পর্ক ভালো নয়, তবু পুরোনো দলকে প্লে অফের দৌড়ে রাখছেন লারা বেশি চাপ দিলে ধোনি টুর্নামেন্ট থেকেই ছিটকে যাবে… হঠাৎ কেন একথা বললেন ফ্লেমিং? পরের IPL-এ ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে BCCI, ইঙ্গিত জয় শাহর IPL 2024-বাবা বারণ করেছেন! তাই উইকেট নিয়ে উচ্ছাস দেখান না, রহস্য ফাঁস নারিনের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.