বারাসতের নীলগঞ্জে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় শোক প্রকাশ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ওই ঘটনায় এখনো পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এদিন রাজ্যপাল বলেন, প্রশাসনকে তৎপর করতে যা যা করার আমি করব।
নীলগঞ্জ বিস্ফোরণের ঘটনায় রবিবার দুপুরে শোক প্রকাশ করে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, ‘খুবই দুঃখের ঘটনা। আমি অবশ্যই বিষয়টি খতিয়ে দেখব। অবশ্যই যা যা পদক্ষেপ করার করব। সমস্ত সংশ্লিষ্ট পক্ষের মত নিয়ে প্রশাসনকে তৎপর করব’।
রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ উত্তর ২৪ পরগনার নীলগঞ্জে তৃণমূল কর্মীর বেআইনি বাজি কারখানায় ব্যাপক বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ধূলিস্মাৎ হয়ে গিয়েছে একটি বাড়ি। আসেপাশের একাধিক বাড়ির অংশবিশেষ ধসে পড়েছে। বিস্ফোরণের এখনো পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আরও ৭ জন। এদের মধ্যে বাজি কারবারের মালিক কেয়ামত শেখের শারীরিক অবস্থা সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। স্থানীয়দের অভিযোগ, পুলিশের মদতে তৃণমূল নেতারা এলাকায় বেআইনি বাজি কারখানা চালাচ্ছিলেন। পালটা তৃণমূলের দাবি, বেআইনি বাজি কারখানার পিছনে রয়েছে ISF.