বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > চাকরির দাবিতে শবদেহবাহী খাটিয়া কাঁধে মিছিল ২০০৯ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের

চাকরির দাবিতে শবদেহবাহী খাটিয়া কাঁধে মিছিল ২০০৯ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের

শবদেহবাহী খাটিয়া কাঁধে চাকরিপ্রার্থীদের মিছিল। 

চাকরিপ্রার্থীদের দাবি, আদালতের নির্দেশের পরেও নানা অছিলায় ঝুলিয়ে রাখা হয়েছে নিয়োগ। প্যানেল থেকে এখনো বাদ দেওয়া হয়নি চাকরি চোরেদের। 

নিয়োগের দাবিতে শবদেহবাহী খাটিয়া কাঁধে অভিষেকের খাসতালুকে মিছিল করলেন চাকরিপ্রার্থীরা। মঙ্গলবার চাকরির দাবিতে ডায়মন্ড হারবারে মিছিল করেন ২০০৯ সালের প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। তাদের দাবি, আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্বেও নিয়োগে গড়িমসি করছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ।

মঙ্গলবার ডায়মন্ড হারবারে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের দফতরের সামনে মৃতদেহবাহী খাটিয়া কাঁধে মিছিল করেন ২০০৯ সালের প্রাথমিক টেট উত্তীর্ণরা। খাটিয়ায় ছিল একটি প্রতীকী শব। এক আন্দোলনকারী বলেন, আমাদের দাবি, জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি ১,৮৩৪ জনের প্যানেল উনি টাঙাতে পারছেন না কেন? যাদের নথি যাচাই হয়ে গিয়েছে ১৪ বছর পর তাদের আবার নথি যাচাই করতে হচ্ছে কেন? গত অক্টোবরে আদালত নিয়োগের নির্দেশ দিয়েছে। এখনো নিয়োগ শুরু হয়নি। প্যানেলে যে সব বেনিয়ম হয়েছে তা ছেঁটে ফেলে সম্পূর্ণ প্যানেল দেওয়ালে টাঙাতে হবে। তার পর শুরু হবে নিয়োগপ্রক্রিয়া।

চাকরিপ্রার্থীদের এই মিছিলে যদিও কোনও বাধা দেয়নি পুলিশ। আন্দোলনকারীরা জানিয়েছেন ২০০৯ সাল থেকে চাকরির প্রতীক্ষায় রয়েছেন তাঁরা। ইতিমধ্যে কেটে গিয়েছে ১৪ বছর। সরকার নিয়োগপত্র না দিলে তাঁদের আন্দোলনের ঝাঁঝ আরও বাড়বে।

 

বন্ধ করুন