মধ্যপ্রদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মহাকালেশ্বর মন্দির করিডর উদ্বোধনকে কর্মসূচিকে দেশজুড়ে ছড়িয়ে দিতে চাইছে বিজেপি। সে কারণে দিল্লি থেকে রাজ্য নেতাদের উদ্দেশে এসেছে বিশেষ বার্তা। সেই বার্তায় বলা হয়েছে জেলায় জেলায় এই কর্মসূচি যাতে সাধারণ দেখতে পান তার জন্য ব্যবস্থা করতে হবে রাজ্য নেতৃত্বকে।
মঙ্গলবার মহাকালেশ্বর মন্দিরের করিডোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে 'মহাকাল লোক'। রাজ্য বিজেপি সূত্রে খবর, এই কর্মসূচিকে জাতীয় চেহারা দিতে চাইছে দিল্লি। করিডোর উদ্বোধনের পর কার্তিক মেলার মাঠে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এই ভাষণ সব জেলার শিব মন্দিরে যাতে সম্প্রচার করা হয় তার জন্য ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই কর্মসূচিতে সাধুসন্তদের আমন্ত্রণ জানানোর কথা বলা হয়েছে। স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে জনপ্রতিনিধিদেরও এই কর্মসূচিতে উপস্থিত বলা হয়েছে। কর্মসূচিতে যাতে প্রচুর জনসমাগম হয় তার জন্য রাজ্য বিজেপিকে নির্দেশ দেওয়া হয়েছে দিল্লি তরফে।
হাতে আর মাত্র তিনদিন সময়। জেলা নেতৃত্ব ইতিমধ্যে কর্মসূচিকে সফল করতে মাঠে নেমে পড়েছেন। দলীয় সূত্রে খবর, রাজ্যে জেতা বিধানসভার পাশাপাশি যেগুলিতে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে বিজেপি সেগুলিতে বিশেষ গুরুত্ব দিয়ে এই কর্মসূচি আয়োজন করতে বলা হয়েছে। এক বিজেপি নেতার কথায়, 'উৎসবের মরসুমে আলোড়ন তৈরির উদ্দেশে দেশ জুড়ে এই কর্মসূচির নেওয়া হয়েছে। আমরা বিভিন্ন শিবমন্দিরের কাছে এলইডি স্ক্রিন লাগিয়ে প্রধানমন্ত্রী ভাষণ সম্প্রচারের ব্যবস্থা করছি।'