বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Digha: দিঘায় ব্যাঙ্কে ঢুকে টাকা লুঠের চেষ্টা, গ্রেফতার বাংলাদেশি যুবক

Digha: দিঘায় ব্যাঙ্কে ঢুকে টাকা লুঠের চেষ্টা, গ্রেফতার বাংলাদেশি যুবক

ছবি প্রতীকি

উল্টো দিক থেকে ব্যবসায়ীর ব্যাগ ছুরি দিয়ে কেটে টাকা বার করার চেষ্টা করে সে। বিষটি বুঝে চিৎকার করতে শুরু করেন প্রসেনজিৎবাবু। তখন অন্যান্য গ্রাহক ও ব্যাঙ্কের কর্মীরা অভিযুক্তকে ধরে ফেলে। জিজ্ঞাসাবাদে জানা যায় তাঁর নাম ও ঠিকানা। তার কাছ থেকে উদ্ধার হয় বাংলাদেশি পাসপোর্ট ও ভারতের ভিসা।

বাংলাদেশ থেকে দিঘা বেড়াতে এসে ব্যাঙ্কে ঢুকে গ্রাহকের টাকা ছিনতাইয়ের চেষ্টা। হাতে নাতে ধরা পড়লেন এক বাংলাদেশি যুবক। সোমবার দিঘার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ঘটনাটি ঘটে। হাতেনাতে পাকড়াও করে যুবককে পুলিশের হাতে তুলে দেন উপস্থিত গ্রাহক ও ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ধৃতের নাম ডিটন খান বলে জানা গিয়েছে। ধৃত বাংলাদেশের খুলনা জেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার ব্যাঙ্কের কাজ বন্ধ হওয়ার কিছুক্ষণ আগে গ্রাহক সেজে ব্যাঙ্কে ঢোকেন ওই যুবক। চেহারা বা পোশাক দেখে সন্দেহ হয়নি কারও। সঙ্গে ছিল একটি ব্যাগ। তখন ব্যাঙ্কে নগদ জমা দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন স্থানীয় ব্যবসায়ী প্রসেনজিৎ প্রধান। পাশেই রাখা ছিল তাঁর ব্যাগটি। অভিযুক্ত গিয়ে তার পাশে বসে। এর পর তার কাছে থাকা ব্যাগটি ব্যবসায়ীর টাকার ব্যাগের ওপরে রাখে। তার পর উল্টো দিক থেকে ব্যবসায়ীর ব্যাগ ছুরি দিয়ে কেটে টাকা বার করার চেষ্টা করে সে। বিষটি বুঝে চিৎকার করতে শুরু করেন প্রসেনজিৎবাবু। তখন অন্যান্য গ্রাহক ও ব্যাঙ্কের কর্মীরা অভিযুক্তকে ধরে ফেলে। জিজ্ঞাসাবাদে জানা যায় তাঁর নাম ও ঠিকানা। তার কাছ থেকে উদ্ধার হয় বাংলাদেশি পাসপোর্ট ও ভারতের ভিসা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দিঘা থানার পুলিশ। এর পর জনতা অভিযুক্তকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

ঘটনার জেরে ব্যাঙ্কে চাঞ্চল্য ছড়ায়। ভিনদেশ থেকে বেড়াতে এসে কেউ ব্যাঙ্কে ঢুকে ছিনতাই করতে পারে একথা প্রথমে বিশ্বাস করেননি অনেকে। পরে অভিযুক্তের পাসপোর্ট প্রকাশ্যে আসতে বিষয়টি স্পষ্ট হয়। প্রসেনজিৎবাবু জানান, বহু বছর নিয়মিত এই ব্যাঙ্কে টাকা জমা দিচ্ছি। রোজই যাতায়াত লেগে থাকে। এরকম ঘটবে কখনও ভাবিনি।

 

বন্ধ করুন