বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Dilip Ghosh: একদিকে সরকারি স্কুল বন্ধ করছে, অন্যদিকে বেসরকারি স্কুল থেকে কাটমানি নিচ্ছে TMC

Dilip Ghosh: একদিকে সরকারি স্কুল বন্ধ করছে, অন্যদিকে বেসরকারি স্কুল থেকে কাটমানি নিচ্ছে TMC

দিলীপ ঘোষ (HT_PRINT)

সরকারি স্কুলগুলো তুলে দেওয়ার চেষ্টা চলছে। আর যত বড় বড় বেসরকারি স্কুল হচ্ছে সেখানে ঝামেলা নেই। বেতন দেওয়ার ঝামেলা নেই। উলটে কাটমানি নেও। এক একটা স্কুল থেকে লক্ষ লক্ষ টাকা নেন তৃণমূলের নেতারা’।

রাজ্যে সরকারি স্কুল বন্ধ করে বেসরকারি স্কুল থেকে কাটমানি নিচ্ছেন তৃণমূল নেতারা। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন বিজেপির সহ সভাপতি দিলীপ ঘোষ। দিলীপবাবুর বক্তব্যকে সমর্থন জানিয়েছেন বাম ও কংগ্রেস নেতারাও।

রবিবার এক দলীয় কর্মসূচিতে দিলীপ ঘোষকে বলতে শোনা যায়, ‘সেদিন একটা স্কুলে গেলাম, দেখি ৩ জন শিক্ষক। আর ছাত্রছাত্রী ৪৫০ জন। ৪৫০ জন ছাত্রছাত্রীকে ৩ জন শিক্ষক কী পড়াবে? সরকারি স্কুলগুলো তুলে দেওয়ার চেষ্টা চলছে। আর যত বড় বড় বেসরকারি স্কুল হচ্ছে সেখানে ঝামেলা নেই। বেতন দেওয়ার ঝামেলা নেই। উলটে কাটমানি নেও। এক একটা স্কুল থেকে লক্ষ লক্ষ টাকা নেন তৃণমূলের নেতারা’।

দিলীপবাবুর মন্তব্যের প্রতিক্রিয়ায় সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, ক্ষমতায় আসার পর থেকেই সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বিধানসভায় তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। শিক্ষামন্ত্রীকে বলেছিলাম বেসরকারি স্কুলের মালিককে সরকারি স্কুলের পরিচালন কমিটির সভাপতি করা হয়েছে। শুনে উনি বলেছিলেন, তাই না কি, জানি না তো। এরা একদিকে শিক্ষকের চাকরি বিক্রি করেছে। অন্যদিকে বেসরকারি স্কুলগুলোর কাছ থেকে টাকা তুলেছে। আর আগামী প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে।

কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী বলেন, দিলীপবাবু ভুল কিছুই বলেননি। তৃণমূল ক্ষমতায় থাকলে রাজ্যে শিক্ষা বলে কিছু অবশিষ্ট থাকবে না। সব তৃণমূলের ক্যাডারে পরিণত হবে।

 

 

 

বন্ধ করুন