প্রবল বর্ষণে বিদ্যুৎ সংযোগ ছড়িয়ে পড়েছিল গোটা বাড়িতে। সেখানেই মা-কে বাঁচাতে গিয়ে মৃত্যু হল মা ও ছেলে ২ জনেরই। ঘটনা জলপাইগুড়ি শহরের আদরপাড়ার। রবিবার ভোরে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
স্থানীয়রা জানিয়েছেন, নিহতরা ননীবালা দাস ও তাঁর ছেলে টিংকু দাস। আদরপাড়ায় পাকা ঘরে থাকতেন ছেলে টিংকু। মা থাকতেই লাগোয়া একটি টিনের ঘরে। শনিবার বিকেলে কোনও কারণে তাঁদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ চলে যায়। বিদ্যুৎ বণ্টন দফতরে খবর দেন তাঁরা। রাত ১০টা নাগাদ বিদ্যুৎ দফতরের কর্মীরা এসে সংযোগ ঠিক করে দিয়ে যান। এর পর অন্যান্য দিনের মতো পরিবারের সদস্যরা যার যার ঘরে ঘুমিয়ে পড়েন।
রবিবার সকালে ঘুম থেকে উঠে টিনের ঘরের দরজা খুলতে গিয়ে তড়িদাহত হন ননীবালাদেবী। মায়ের আর্তনাদ শুনে তাঁকে বাঁচাতে ছুটে আসেন ছেলে টিংকু। তড়িদাহত হয়ে মৃত্যু হয় তাঁরও।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতয়ালি থানার পুলিশ ও দমকল। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেহ ২টি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়দের দাবি, কী করে গোটা ঘরে বিদ্যুৎ সংযোগ ছড়িয়ে পড়ল তার তদন্ত হওয়া দরকার।