বাংলা নিউজ > বায়োস্কোপ > Madhuri Dixit-Shri Ram Nene: রিয়ালিটি শোয়ের মঞ্চে প্রথমবার হাজির ডাঃ নেনে, বরের সঙ্গে রোম্যান্টিক মেজাজে মাধুরী

Madhuri Dixit-Shri Ram Nene: রিয়ালিটি শোয়ের মঞ্চে প্রথমবার হাজির ডাঃ নেনে, বরের সঙ্গে রোম্যান্টিক মেজাজে মাধুরী

এই প্রথম মাধুরী দীক্ষিতের স্বামী কোনও শোতে উপস্থিত হয়েছেন।

Dance Deewane 4 Show: এক সাক্ষাৎকারে মাধুরী জানিয়েছিলেন ভাইয়ের মাধ্যমে এক পার্টিতে পরিচয় হয় দুজনের। তারপরই একে-অপরের প্রেমে পড়েন। কেরিয়ারের পিকে এরপর ১৯৯৯ সালে বিয়ে করে নেন অভিনেত্রী। এই প্রথম মাধুরী দীক্ষিতের স্বামী কোনও শোতে উপস্থিত হয়েছেন।

ডান্স রিয়ালিটি শো ‘ডান্স দিওয়ানে ৪’-এর বিচারকের আসনে রয়েছেন মাধুরী দীক্ষিত এবং সুনীল শেট্টির মতো অভিনেতা। সঞ্চালকের ভূমিকায় দেখা যাচ্ছে ভারতী সিংকে। অনুষ্ঠানের নির্মাতারা শোয়ের প্রত্যেক সপ্তাহের এপিসোডে কোনও না কোনও চমক রাখেন। প্রতি সপ্তাহে আকর্ষণীয় থিম নিয়ে আসেন এবং ডান্স রিয়েলিটি শোতে জনপ্রিয় বলিউড সেলিব্রিটিদের আমন্ত্রণ জানানো হয়।

মাধুরী দীক্ষিতের জন্মদিনের আগে, নির্মাতারা বলিউড ডিভাকে একটি অনন্য উপহার দিয়ে অবাক করার পরিকল্পনা করেছেন। শোতে মাধুরী দীক্ষিতের বাস্তব জীবনের নায়ক, তার স্বামী ডাঃ শ্রীরাম নেনেকে আমন্ত্রণ জানানো হয়েছে। চ্যানেলের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ আসন্ন পর্বের একটি প্রোমো শেয়ার করা হয়েছে। যেখানে ডাঃ নেনে এবং মাধুরী দীক্ষিতকে একটি রোম্যান্টিক গানে নাচতে দেখা যাচ্ছে।

আরও পড়ুন: 'শেখার সুযোগ পেয়ে..', পরামর্শদাতা-রোল মডেল মহেশ ভাটের সঙ্গে পুরনো স্মৃতি হাতড়ালেন মল্লিকা

আরও পড়ুন: বিধ্বংসী রূপে শাকিব, অন্য মেজাজে ধরা দিলেন চঞ্চল, প্রকাশ্যে ‘তুফান’-এর টিজার

এই প্রথম মাধুরী দীক্ষিতের স্বামী কোনও শোতে উপস্থিত হয়েছেন। শোয়ে ডাঃ শ্রীরাম নেনেকে দেখে রীতিমতো উচ্ছ্বসিত হয়ে পড়েন মাধুরী। সঙ্গে ছিলেন তাঁদের আদুরে পোষ্য সারমেয় কারমেলো। এরপরই সকলের সঙ্গে আলাপ-পরিচিতির পর্ব সেরে মঞ্চে একসঙ্গে রোম্যান্টির গানে নাচও করেন এই দম্পতি। উচ্ছ্বসিত মাধুরী বলে ওঠেন, জন্মদিনে এটাই তাঁর কাছে সবথেকে বড় চমক। পোস্টে ভালোবাসা উজাড় করেছেন নেটিজেনরা।

আরও পড়ুন: আলিয়ার ডিপফেক ভিডিয়ো ঘুরছে সোশ্যাল মিডিয়ায়! জানেন আসল ভিডিয়োতে থাকা মেয়েটি কে

১৯৯৯ সালে ডাঃ শ্রীরাম নেনেকে বিয়ে করেন মাধুরী। ২০০৩ সালে তাঁদের প্রথম সন্তান, অরিনের জন্ম হয়। দুই বছর পরে রায়ান হয়। আশি এবং নব্বইয়ের দশকে তিনি পর্দায় এলেই ঝড় উঠত পুরুষ-হৃদয়ে। অনেক অভিনেতার সঙ্গেও নাম জড়িয়েছিল তাঁর। কিন্তু চিকিৎসক শ্রীরাম নেনেকে বিয়ে করে অভিনয় জগৎ ছেড়ে মাধুরী দীক্ষিত চলে গিয়েছিলেন আমেরিকায়।

এক সাক্ষাৎকারে মাধুরী জানিয়েছিলেন ভাইয়ের মাধ্যমে এক পার্টিতে পরিচয় হয় দুজনের। তারপরই একে-অপরের প্রেমে পড়েন। কেরিয়ারের পিকে এরপর ১৯৯৯ সালে বিয়ে করে নেন এই কার্ডিওভাস্কুলার সার্জেনকে। আমেরিকাতে গোপনেই বিয়েটা হয়েছিল। এরপর রিসেপশন পার্টি দেওয়া হয়েছিল মুম্বইতে।

একদম প্রথমে নেনের কোনও ধারণাই ছিল না মাধুরী ঠিক কতটা জনপ্রিয় নিজের দেশে। এরপর হাওয়াইতে হানিমুন। তারপর হাতে থাকা সব কাজ সেরে নিয়ে আমেরিকায় গিয়ে সংসার পাতেন মাধুরী বরের সঙ্গে। এরপর ২০০৩ আর ২০০৫ সালে জন্ম হয় দুই ছেলের। ২০১১ সাল নাগাদ দুজনে সিদ্ধান্ত নেন ভারতে ফেরার। নেনেই নাকি চেয়েছিলেন তাঁর দুই সন্তান ভারতীয় সংস্কৃতিতেই বেড়ে উঠুক।

দীর্ঘ দাম্পত্য জীবন তাঁদের। তবে বেশ কয়েক বছর হল মাধুরী অভিনয়ে ফিরেছেন, শ্রীরামও চিকিৎসক হিসাবে তাঁর কাজ চালিয়ে যাচ্ছেন। তাঁরা পরস্পরের মধ্যে দায়িত্ব ভাগাভাগি করে নিয়েছেন, খেয়াল রাখছেন একে অন্যের, সন্তানদের দেখাশোনাও করছেন সব কিছু সামলে।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

FIFA World Cup 2026: লুইজ হেনরিকের শেষ মুহূর্তের গোল, চিলিকে ২-১ হারাল ব্রাজিল বাংলাদেশের শক্তিপীঠে যশোরেশ্বরী দেবীর মুকুট চুরি, ২০২১ সালে উপহার দিয়েছিলেন মোদী শুক্রবার সন্ধ্যায় ধর্মতলায় গণ সমাবেশের ডাক জুনিয়র ডাক্তারদের শাড়ি নয়, একদম অন্য সাজে মুম্বইয়ের দুর্গা মণ্ডপে সুস্মিতা! সঙ্গে রোমান ও মেয়ে হরিয়ানায় BJP-কে সমর্থন সাবিত্রী জিন্দাল- সহ আরও ২ নির্দল বিধায়কের, আসন বেড়ে ৫১ অমলেট ভাজা নিয়ে বচসা, সহকর্মীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করল নিরাপত্তারক্ষী অনলাইনে দড়ি অর্ডার, তারপর আত্মঘাতী IIT কানপুরের পড়ুয়া ইংল্যান্ডকে ২-১ হারিয়ে দিল গ্রিস, ইতালির বিরুদ্ধে বেলজিয়ামের দুরন্ত লড়াই উচ্ছেদের নোটিস থেকে সাময়িক স্বস্তি পেলেন শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা কন্যা পুজোয় কার প্রয়োজন? জেনে নিন এই পুজোর সঠিক নিয়ম ও পদ্ধতি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.