বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > পোষ্য নিয়ে রবীন্দ্র সরোবরে ঢোকা নিষিদ্ধ, কড়া নিষেধাজ্ঞা জারি করল কেএমডিএ

পোষ্য নিয়ে রবীন্দ্র সরোবরে ঢোকা নিষিদ্ধ, কড়া নিষেধাজ্ঞা জারি করল কেএমডিএ

লেকের গেটে লাগানো হয়েছে পোস্টার।

অনেকেই পোষ্যদের নিয়ে সরোবরে আসেন। কিন্তু মলমূত্র পরিষ্কার না করে চলে যান। রবীন্দ্র সরোবরের পরিবেশ দূষিত হচ্ছে। পোষ্যকে খাবার খাওয়ান এখানে নিয়ে এসে। তাতেও নোংরা হচ্ছে। প্রাতঃভ্রমণকারীদের পোষ্যরা কামড়ে দেয় অভিযোগ জমা পড়েছে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পোষ্যদের নিয়ে রবীন্দ্র সরোবরে প্রবেশ নিষিদ্ধ।

রবীন্দ্র সরোবরে পোষ্য নিয়ে ঢোকায় এবার নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন। এই বিষয়টি সামনে আসে যখন দেখা যায় লেকের গেটে লাগানো হয়েছে পোস্টার। রবীন্দ্র সরোবরের একাধিক গেটে পোস্টার দেওয়া হয়েছে কেএমডিএ’র পক্ষ থেকে। প্রাতঃভ্রমণকারীরা এবং যাঁরা এখানে ঘুরতে আসবেন তাঁদের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যাতে তাঁরা এখানে কোনও পোষ্য নিয়ে না আসেন। এই পোস্টারে লেখা হয়েছে, ‘‌কোনও পোষ্য নিয়ে রবীন্দ্র সরোবরে প্রবেশ কঠোর ভাবে নিষিদ্ধ।’‌ রবীন্দ্র সরোবরের পরিবেশ রক্ষার স্বার্থে পোষ্য নিয়ে ঢোকায় নিষেধাজ্ঞা জারির দাবি তুলছিলেন স্থানীয় বাসিন্দারা। সেই দাবি পূরণ হয়েছে বলে খুশি পরিবেশকর্মীরা। তবে ক্ষুব্ধ পশুপ্রেমীরা।

আসলে পোষ্য নিয়ে প্রবেশ করার পর অনেকেই কোনও খেয়াল রাখেন না। ফলে সেই পোষ্য মলমূত্র ত্যাগ করে সরোবর নোংরা করে বলে অভিযোগ। যদিও পশুপ্রেমীদের বক্তব্য, সারাদিন বাড়িতে বা ফ্ল্যাটে আটকে থাকে কুকুররা। সেখানে ফাঁকা পরিবেশ না পেলে তারা চিৎকার করতে থাকে। আবার অনেক কুকুর মোটা হয়ে যায় এক জায়গায় থেকে কোনও পরিশ্রম না করে। চিকিৎসকরা তাই কুকুরকে পার্কে হাঁটতে নিয়ে যেতে পরামর্শ দেন। কিন্তু এবার কুকুর নিয়ে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রবীন্দ্র সরোবরেও ঢোকা বন্ধ করে দিলে পোষ্য নিয়ে চাপ বাড়ূবে। তাই পোষ্যদের জন্য একটি কর্ণার করে দিলে সমস্যার সমাধান হয়।

পোষ্যদের জন্য পৃথক কর্ণার গড়ার প্রস্তাব দিতে চলেছেন পশুপ্রেমীরা। যদিও তা কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে সন্দিহান সবপক্ষই। এদিকে কেএমডিএ সূত্রে খবর, অনেকেই পোষ্যদের নিয়ে সরোবরে আসেন। কিন্তু মলমূত্র পরিষ্কার না করে চলে যান। তার জেরে রবীন্দ্র সরোবরের পরিবেশ দূষিত হচ্ছে। অনেকেই পোষ্যকে খাবার খাওয়ান এখানে নিয়ে এসে। তাতেও নোংরা হচ্ছে। এমনকী প্রাতঃভ্রমণকারীদের এই পোষ্যরা কামড়ে দেয় বলে বহু অভিযোগ জমা পড়েছে। তা থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পোষ্যদের নিয়ে রবীন্দ্র সরোবরে প্রবেশ নিষিদ্ধ।

আরও পড়ুন:‌ ‘‌আগামীদিনে তোমরা আরও সফল হবে’‌, উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ হতেই শুভেচ্ছা মমতার

২০১৪ সাল থেকেই এখানে জীবজন্তু নিয়ে প্রবেশ নিষিদ্ধ ছিল। কিন্তু সেটা না মেনে পোষ্য নিয়ে প্রবেশ শুরু হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদ করে লাভ অ্যান্ড কেয়ার ফর অ্যানিম্যালসের অন্যতম কর্মকর্তা সুস্মিতা রায়ের প্রশ্ন, ‘রোজই তো অনেক মানুষ সরোবরে আসেন। তাঁদের জন্য পরিবেশ দূষিত হয় না? পোষ্যরাই শুধু দায়ী?’ রবীন্দ্র সরোবরের পরিবেশ রক্ষার স্বার্থে বহুদিন লড়াই করে আসছেন পরিবেশকর্মী সুমিতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, ‘খুবই ভাল সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে নির্দেশিকা শুধু টাঙিয়ে দিলে হবে না। নির্দেশ বাস্তবায়িত হচ্ছে কিনা সেটা নজর করাও জরুরি।’ এই কাজ করতে কেএমডিএ রবীন্দ্র সরোবরের সব কর্মীকে বাড়তি নজরদারি করতে বলেছে। স্থানীয় থানাকেও জানানো হয়েছে।

অন্যদিকে রবীন্দ্র সরোবরে ছট পুজো নিষিদ্ধ করেছে জাতীয় পরিবেশ আদালত। রবীন্দ্র সরোবরে যাতে কোনও ভাবেই ছট পুজো না হয়, সেই নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্য সরকারকে। প্রাতঃভ্রমণকারী অরুণ কুমার ডালমিয়া বলেন, ‘পোষ্যরা এখানে এসে পরিবেশ নষ্ট করে। তাদের দেখে পথকুকুর এখানে ঢুকে পড়ে। ফলে তাদের মধ্যে মারামারি হয়। এমনকী প্রাতঃভ্রমণকারীদের কামড়ে দেয়। শান্তিপূর্ণ পরিবেশ অশান্ত হয়ে পড়ে। এটা থামা দরকার ছিল। খুব ভাল সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।’‌ ২০২২ সালে নিউটাউনের পার্কগুলিতে পোষ্য নিয়ে ঢোকা নিষিদ্ধ করা হয়। এবার করা হল রবীন্দ্র সরোবরে।

বাংলার মুখ খবর

Latest News

বাস চালকদের সঙ্গে ডাক্তারদের 'তুলনা' দেবাংশুর! বিতর্কিত পোস্ট তৃণমূল নেতার তারকা ফুটবলারের থেকে বিপুল অঙ্কের টাকার তোলাবাজি! বিচারের মুখোমুখি পল পোগবার ভাই হাতি খুনের কারণ কী?‌ এবার ময়নাতদন্তের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট এবার চিকিৎসক পড়ুয়াদের জন্য নয়া ভাবনা ‘‌অভয়া পাঠশালা’‌, চালু হয়েছে মেদিনীপুরে জেনে নিন সেপ্টেম্বরে কবে থেকে শুরু হচ্ছে পঞ্চক, এ সময়ে কোন বিষয়ে সতর্ক থাকা উচিত 'ব, খ, গ… কিন্তু জানি', নিজের 'গালির স্টক' নিয়ে রোদ্দুর রায়কে চ্যালেঞ্জ কুণালের India B বনাম India C ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? India A বনাম India D ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? 'দিদিমণির কোলে বিনীত গোয়েল দোলে', আরজি কর আন্দোলনের মাঝে বিস্ফোরক সুকান্ত ট্র্যাভিস হেডের ঝোড়ো ব্যাটিংয়ে উড়ে গেল ইংল্যান্ড! ২৮ রানে জিতল অস্ট্রেলিয়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.