বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > পোষ্য নিয়ে রবীন্দ্র সরোবরে ঢোকা নিষিদ্ধ, কড়া নিষেধাজ্ঞা জারি করল কেএমডিএ

পোষ্য নিয়ে রবীন্দ্র সরোবরে ঢোকা নিষিদ্ধ, কড়া নিষেধাজ্ঞা জারি করল কেএমডিএ

লেকের গেটে লাগানো হয়েছে পোস্টার।

অনেকেই পোষ্যদের নিয়ে সরোবরে আসেন। কিন্তু মলমূত্র পরিষ্কার না করে চলে যান। রবীন্দ্র সরোবরের পরিবেশ দূষিত হচ্ছে। পোষ্যকে খাবার খাওয়ান এখানে নিয়ে এসে। তাতেও নোংরা হচ্ছে। প্রাতঃভ্রমণকারীদের পোষ্যরা কামড়ে দেয় অভিযোগ জমা পড়েছে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পোষ্যদের নিয়ে রবীন্দ্র সরোবরে প্রবেশ নিষিদ্ধ।

রবীন্দ্র সরোবরে পোষ্য নিয়ে ঢোকায় এবার নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন। এই বিষয়টি সামনে আসে যখন দেখা যায় লেকের গেটে লাগানো হয়েছে পোস্টার। রবীন্দ্র সরোবরের একাধিক গেটে পোস্টার দেওয়া হয়েছে কেএমডিএ’র পক্ষ থেকে। প্রাতঃভ্রমণকারীরা এবং যাঁরা এখানে ঘুরতে আসবেন তাঁদের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যাতে তাঁরা এখানে কোনও পোষ্য নিয়ে না আসেন। এই পোস্টারে লেখা হয়েছে, ‘‌কোনও পোষ্য নিয়ে রবীন্দ্র সরোবরে প্রবেশ কঠোর ভাবে নিষিদ্ধ।’‌ রবীন্দ্র সরোবরের পরিবেশ রক্ষার স্বার্থে পোষ্য নিয়ে ঢোকায় নিষেধাজ্ঞা জারির দাবি তুলছিলেন স্থানীয় বাসিন্দারা। সেই দাবি পূরণ হয়েছে বলে খুশি পরিবেশকর্মীরা। তবে ক্ষুব্ধ পশুপ্রেমীরা।

আসলে পোষ্য নিয়ে প্রবেশ করার পর অনেকেই কোনও খেয়াল রাখেন না। ফলে সেই পোষ্য মলমূত্র ত্যাগ করে সরোবর নোংরা করে বলে অভিযোগ। যদিও পশুপ্রেমীদের বক্তব্য, সারাদিন বাড়িতে বা ফ্ল্যাটে আটকে থাকে কুকুররা। সেখানে ফাঁকা পরিবেশ না পেলে তারা চিৎকার করতে থাকে। আবার অনেক কুকুর মোটা হয়ে যায় এক জায়গায় থেকে কোনও পরিশ্রম না করে। চিকিৎসকরা তাই কুকুরকে পার্কে হাঁটতে নিয়ে যেতে পরামর্শ দেন। কিন্তু এবার কুকুর নিয়ে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রবীন্দ্র সরোবরেও ঢোকা বন্ধ করে দিলে পোষ্য নিয়ে চাপ বাড়ূবে। তাই পোষ্যদের জন্য একটি কর্ণার করে দিলে সমস্যার সমাধান হয়।

পোষ্যদের জন্য পৃথক কর্ণার গড়ার প্রস্তাব দিতে চলেছেন পশুপ্রেমীরা। যদিও তা কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে সন্দিহান সবপক্ষই। এদিকে কেএমডিএ সূত্রে খবর, অনেকেই পোষ্যদের নিয়ে সরোবরে আসেন। কিন্তু মলমূত্র পরিষ্কার না করে চলে যান। তার জেরে রবীন্দ্র সরোবরের পরিবেশ দূষিত হচ্ছে। অনেকেই পোষ্যকে খাবার খাওয়ান এখানে নিয়ে এসে। তাতেও নোংরা হচ্ছে। এমনকী প্রাতঃভ্রমণকারীদের এই পোষ্যরা কামড়ে দেয় বলে বহু অভিযোগ জমা পড়েছে। তা থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পোষ্যদের নিয়ে রবীন্দ্র সরোবরে প্রবেশ নিষিদ্ধ।

আরও পড়ুন:‌ ‘‌আগামীদিনে তোমরা আরও সফল হবে’‌, উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ হতেই শুভেচ্ছা মমতার

২০১৪ সাল থেকেই এখানে জীবজন্তু নিয়ে প্রবেশ নিষিদ্ধ ছিল। কিন্তু সেটা না মেনে পোষ্য নিয়ে প্রবেশ শুরু হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদ করে লাভ অ্যান্ড কেয়ার ফর অ্যানিম্যালসের অন্যতম কর্মকর্তা সুস্মিতা রায়ের প্রশ্ন, ‘রোজই তো অনেক মানুষ সরোবরে আসেন। তাঁদের জন্য পরিবেশ দূষিত হয় না? পোষ্যরাই শুধু দায়ী?’ রবীন্দ্র সরোবরের পরিবেশ রক্ষার স্বার্থে বহুদিন লড়াই করে আসছেন পরিবেশকর্মী সুমিতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, ‘খুবই ভাল সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে নির্দেশিকা শুধু টাঙিয়ে দিলে হবে না। নির্দেশ বাস্তবায়িত হচ্ছে কিনা সেটা নজর করাও জরুরি।’ এই কাজ করতে কেএমডিএ রবীন্দ্র সরোবরের সব কর্মীকে বাড়তি নজরদারি করতে বলেছে। স্থানীয় থানাকেও জানানো হয়েছে।

অন্যদিকে রবীন্দ্র সরোবরে ছট পুজো নিষিদ্ধ করেছে জাতীয় পরিবেশ আদালত। রবীন্দ্র সরোবরে যাতে কোনও ভাবেই ছট পুজো না হয়, সেই নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্য সরকারকে। প্রাতঃভ্রমণকারী অরুণ কুমার ডালমিয়া বলেন, ‘পোষ্যরা এখানে এসে পরিবেশ নষ্ট করে। তাদের দেখে পথকুকুর এখানে ঢুকে পড়ে। ফলে তাদের মধ্যে মারামারি হয়। এমনকী প্রাতঃভ্রমণকারীদের কামড়ে দেয়। শান্তিপূর্ণ পরিবেশ অশান্ত হয়ে পড়ে। এটা থামা দরকার ছিল। খুব ভাল সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।’‌ ২০২২ সালে নিউটাউনের পার্কগুলিতে পোষ্য নিয়ে ঢোকা নিষিদ্ধ করা হয়। এবার করা হল রবীন্দ্র সরোবরে।

বাংলার মুখ খবর

Latest News

জলের তলায় যাওয়া থেকে ব্যাডমিন্টন ম্যাচ! ভোটার টানতে অভিনব কসরত ভাগ্যের হাতে মার খেল RR, কারা কোয়ালিফায়ারে, কারা খেলবে এলিমিনেটর, স্পষ্ট হল ছবি সুন্দরবনের ইতিহাসে প্রথম চোরাশিকারিদের হাতে বনকর্মী মৃত্যু, খুনের মামলা রুজু ‘নবীনের আমলে ওড়িশা ৫০ বছর পিছিয়ে গিয়েছে’ মুখ্যমন্ত্রীকে তোপ অমিত শাহের লোকসভার মধ্যেই অসমে প্রকাশ্যে BJP-র আদি-নব্য দ্বন্দ্ব, অস্বস্তিতে গেরুয়া শিবির BJP প্রার্থীর অফিস থেকে টাকা উদ্ধার করতে গিয়ে নির্বাচনী আধিকারিকদের মারধর ‘‌ব্র্যান্ড মোদী অপরাজেয় নয়’‌, পঞ্চম দফার আগে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন পিকে সবুজ জামদানি শাড়ির সঙ্গে রজনীগন্ধা ফুলের গয়নায় সেজে স্বস্তিকা লিখলেন… ‘একী! স্বামীর অমঙ্গল হবে তো', মধুচন্দ্রিমার আগেই বদল, কথা শুনতে হল রূপাঞ্জনাকে হোটেল থেকে AC-র রিমোট, চাবি চুরির চেষ্টা, বাধা দেওয়ায় তারাপীঠে আক্রান্ত মালিক

Latest IPL News

সঞ্জুদের কপাল পোড়াল বৃষ্টি, ভেস্তে যাওয়া ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়ে এলিমিনেটরে RR যারা আমাদের দেখে হাসছিল, তাদের জন্য… সমালোচকদের জবাব দিলেন RCB-র মহিলা ক্রিকেটার বিরাট এনার্জিই আমাদের গোটা দলকে চার্জ করত- প্লে অফে ওঠার আসল রহস্য ফাঁস সকলেই দশকের পর দশক ধরে এই RCB দলকে মনে রাখবে- কেন এমন বললেন দীনেশ কার্তিক বৃষ্টিতে যথা সময়ে শুরু হল না RR v KKR ম্যাচ, খেলা ভেস্তে গেলে বড় ক্ষতি সঞ্জুদের অভিষেক-ক্লাসেনের তাণ্ডবে দিশেহারা পঞ্জাব, ২০০ টপকেও আত্মসমর্পণ হায়দরাবাদের কাছে 'Definitely Not'- মাহির ভক্তেরা হঠাৎ ধোনিকে নিয়ে কেন এমন স্লোগান দিচ্ছেন? ভিডিয়ো: CSK হারতেই কেঁদেই ফেললেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তনী! ধোনির সঙ্গে হাত না মিলিয়ে সেলিব্রেশনে মেতেছিল RCB, তীব্র নিন্দে করলেন ভন, হর্ষ ভাই অডিও বন্ধ কর-একটা অডিও আমার ১২টা বাজিয়েছে: ক্যামেরাম্যানকে দেখে রোহিতের মজা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.