বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > করোনা পজিটিভ শিলিগুড়ির পুর প্রশাসক অশোক ভট্টাচার্য, প্রমাণ রিপোর্টে

করোনা পজিটিভ শিলিগুড়ির পুর প্রশাসক অশোক ভট্টাচার্য, প্রমাণ রিপোর্টে

করোনাভাইরাসে আক্রান্ত শিলিগুড়ির প্রাক্তন মেয়র তথা বর্তমান পুর প্রশাসক অশোক ভট্টাচার্য।

আগে করোনা পরীক্ষা হলেও তাতে নেগেটিভ ফল দেখা গিয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র তথা বর্তমান পুর প্রশাসক অশোক ভট্টাচার্য।  বুধবার তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।

মঙ্গলবার শিলিগুড়ির মাটিগাড়া এলাকার কাছাকাছি এক বেসরকারি হাসপাতালে জ্বর ও তীব্র শ্বাসকষ্ট নিয়ে ভর্তি করা হয় অশোক ভট্টাচার্যকে। তবে জানা যাচ্ছেই সময় তাঁর করোনা সংক্রমণের প্রমাণ মেলেনি। 

আরও পড়ুন: জ্বর, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি অশোক ভট্টাচার্য

জানা গিয়েছে, গত কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন বর্ষীয়ান বাম নেতা। আগে করোনা পরীক্ষা হলেও তাতে নেগেটিভ ফল দেখা গিয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। সেই সময় তাঁর স্ত্রীর করোনা পরীক্ষার ফলও নেগেটিভ পাওয়া যায়। 

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।  বুধবার তাঁর করোনা পরীক্ষার ফল পডিটিভ পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।

সিপিএমের তরফে জানানো হয়েছে, অশোক ভট্টাচার্যের চিকিৎসার জন্য হাসপাতালে বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তাঁর কাছে বহিরাগতদের যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। 

বন্ধ করুন