দীর্ঘ অসুস্থতার পর মারা গেলেন চন্দননগরের প্রাক্তন বিধায়ক তথা চন্দননগরের প্রাক্তন মেয়র অশোক সাউ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিস ৭৫ বছর।
বুধবার ভোরে হঠাৎ অসুস্থ বোধ করায় তাঁকে চন্দননগের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তিনি মারা যান বলে তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে।
তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রথম দিকে তিনি জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৮১ সালে প্রথম বার কাউন্সিলর হন অশোক সাউ। পরে ১৯৯৫ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তিনি চন্দননগর পুরসভার মেয়র ছিলেন। পরে ২০১০ তিনি তৃণমূলে যোগ দেন। ২০১১ সালে তাঁকে চন্দননগর বিধানসভা আসন থেকে দাঁড় করায়। ২০১৬ সাল পর্যন্ত বিধায়ক ছাড়াও মেয়রের পদ চালান তিনি।
আরও পডুন। বেআইনি নির্মাণে নাগরিকদের নজরদারি, ওয়েবসাইটে বিল্ডিং প্ল্যান ‘ওপেন টু অল’ করল KMC
অশোক সাউয়ের মৃত্যুর খবর পেয়ে তাঁকে দেখতে যান, চন্দনরের বর্তমান মেয়র রাম চক্রবর্তী। তিনি সাংবাদমাধ্যকে জানিয়েছেন, বিকালে প্রাক্তন মেয়রের দেহ হাসপাতাল থেকে বার করা হবে।
পেশায় আইনজীবী ছিসেন অশোক সাউয়ের পুত্র শুভজিৎ সাউ এবং পুত্রবধূ ঋতুপর্ণা সাউ কাউন্সিলর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকায়।
আরও পড়ুন। প্রাথমিকে নিয়োগ মামলায় নয়া নির্দেশ HC-র, 'ভুল প্রশ্ন' খতিয়ে দেখতে গঠন হবে কমিটি
আর পড়ুন। আবার সমাবর্তন স্থগিত রাখার সিদ্ধান্ত রাজ্যপালের, চাপে পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়