বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ভর সন্ধ্যায় বহরমপুরে তরুণীকে কুপিয়ে খুন, বন্দুক উঁচিয়ে এলাকা ছাড়ল অভিযুক্ত

ভর সন্ধ্যায় বহরমপুরে তরুণীকে কুপিয়ে খুন, বন্দুক উঁচিয়ে এলাকা ছাড়ল অভিযুক্ত

প্রতীকি ছবি

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যুবতী স্থানীয় একটি মেসে থাকেন। তাঁকে মেস থেকে ডেকে নিয়ে আসেন যুবক। এর পর রাস্তার ওপর তাঁকে ছুরি দিয়ে কোপাতে শুরু করেন। যুবতীকে আক্রান্ত হতে দেখে স্থানীয় কয়েকজন যুবক হামলাকারীকে বাধা দিতে যান।

ভর সন্ধ্যায় প্রকাশ্য রাস্তায় যুবতীকে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বহরমপুরে। সোমবার সন্ধ্যায় বহরমপুর শহরের সূর্য সেন রোডে ঘটনাটি ঘটে। ঘটনার পর বন্দুক উঁচিয়ে এলাকা ছাড়ে দুষ্কৃতী। এই ঘটনায় শহরজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যুবতী স্থানীয় একটি মেসে থাকেন। তাঁকে মেস থেকে ডেকে নিয়ে আসেন যুবক। এর পর রাস্তার ওপর তাঁকে ছুরি দিয়ে কোপাতে শুরু করেন। যুবতীকে আক্রান্ত হতে দেখে স্থানীয় কয়েকজন যুবক হামলাকারীকে বাধা দিতে যান। তখন সে দেশি পিস্তল দেখিয়ে গুলি চালানোর হুমকি দিতে থাকে। এতে এলাকায় আতঙ্ক ছড়ায়। এর পর বন্দুক উঁচিয়ে এলাকা ছাড়ে সে। যুবতীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তরুণীর বাড়ি মালদার ইংরেজবাজারে। বহরমপুরে মেসে থাকতেন তিনি। যুবক তাঁর পূর্বপরিচিত বলে অনুমান। তাকে ধরতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন আধিকারিকরা।

 

বন্ধ করুন