ছাত্রীদের পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এই অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। পরে প্রধান শিক্ষককে ঘিরে উত্তেজনা আরও বাড়ে। এই অবস্থায় ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হাসনাবাদের বিশপুর স্কুলে।
আরও পড়ুনঃ শাড়ি পরে স্কুলে আসতে হবে দিদিমণিদের, জিন্স, টি শার্ট নয়,শিক্ষিকাদের বড় নির্দেশ ওই রাজ্যে
অভিভাবকদের অভিযোগ, গত কয়েকদিন ধরে দশম শ্রেণির ছাত্রীদের পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য করে আসছেন প্রধান শিক্ষক। ফের তিনি ছাত্রীদের পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। ক্লাসে পড়াশোনা নিয়ে আলোচনা না করে ছাত্রীদের পোশাক নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন প্রধান শিক্ষক দিবব্রত রায়। ছাত্রীদের কাছ থেকে এ বিষয়টি জানতে পারার পরেই তারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলে গিয়ে বিক্ষোভ দেখান।
তাদের অভিযোগ, প্রধান শিক্ষক ছাত্রীদের পোশাক নিয়ে যে মন্তব্য করছেন তার ফলে তাদের সম্মানহানি হচ্ছে। এদিন বহু অভিভাবক স্কুলে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। পরে প্রধান শিক্ষক স্কুলে পৌঁছলে পরিস্থিতি আর উত্তেজিত হয়ে ওঠে। তাঁকে ঘিরে জোরদার বিক্ষোভ করেন অভিভাবকরা।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়। অভিভাবকদের বক্তব্য, তিনি একজন শিক্ষক, অথচ ছাত্রীদের পোশাক নিয়ে যে মন্তব্য করছেন তাতে বোঝাই যাচ্ছে যে উনি স্কুল পরিচালনা করতে পারছেন না। অভিভাবকদের বক্তব্য, একজন শিক্ষকের মুখে এই ধরনের কথাবার্তা একেবারে মানায় না।
প্রধান শিক্ষকের এমন মন্তব্যের তীব্র নিন্দা করেছেন স্কুলের পরিচালন সমিতির সভাপতি প্রসেনজিৎ জানা। তিনি জানান, প্রধান শিক্ষক যদি আপত্তিকর মন্তব্য করে থাকেন এবং তাঁর বিরুদ্ধে সেই সমস্ত অভিযোগ সত্যি হলে তাঁর শাস্তি হওয়া উচিত। একইসঙ্গে তিনি জানান এমন মন্তব্যের জন্য পরিচালন সমিতি বা স্কুলের অন্যান্য শিক্ষকরা দায়ী নন। এর জন্য প্রধান শিক্ষককেই দায় নিতে হবে। পাশাপাশি পোশাক বিধি সম্পর্কে তিনি বলেন, যদি প্রধান শিক্ষক স্কুলে পোশাক বিধি চালু করতে চান সেক্ষেত্রে তিনি বৈঠক করে তা করতেই পারেন। তাতে কারও আপত্তি নেই। তবে ছাত্রীদের পোশাক নিয়ে এই ধরনের আপত্তিকর কথাবার্তা বলা তাঁর উচিত হয়নি।