সোমবার বঙ্গোপসাগরে তৈরি হবে একটি নিম্নচাপ। তার জেরে বৃহস্পতিবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
মৌসম ভবনের আঞ্চলিক কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর জেনারেল (পূর্বাঞ্চল) সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সোমবার নিম্নচাপটি তৈরি হবে। সেটির প্রভাবে সোমবার থেকে আগামী চারদিন দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি চলবে। সোমবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে। আগামিকাল (মঙ্গলবার) বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। উপকূলবর্তী জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও আছে। পরদিন থেকে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে বাড়বে বর্ষণ।
এক সপ্তাহেরও কম সময়ে জোড়া নিম্নচাপে অবশ্য বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষত পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনায় বৃষ্টির মাত্রা বেশি হবে। তার জেরে সেখানকার নীচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টি হবে কলকাতায়। সঞ্জীবাবু বলেন, ‘আমাদের আশঙ্কা, অনেক নদীর জলস্তর বৃদ্ধি পাবে। নীচু এলাকাগুলি প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে। কলকাতা ও শহরতলি-সহ শহরাঞ্চলে জল জমে যেতে পারে ও যানজট হতে পারে।’
উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার কারণে আগামী কয়েকদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া অফিসের এক শীর্ষকর্তা বলেন, ‘২৪ অগস্ট (সোমবার) একটি নিম্নচাপ তৈরি হতে পারে। আগামী ২৭ অগস্ট পর্যন্ত বৃষ্টি চলবে বলে ধারণা আমাদের। ২৫ (মঙ্গলবার) ও ২৬ অগস্ট (বুধবার) বৃষ্টির মাত্রা সবথেকে বেশি হবে। ওই দু'দিনে উপকূলবর্তী জেলাগুলিতে সবথেকে বেশি বৃষ্টিপাত হতে পারে।’