বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > High Madrasah Result 2022: হাইমাদ্রাসা পরীক্ষায় প্রথম হয়েও কপালে চিন্তার ভাঁজ সরিফার, হতে চান চিকিৎসক

High Madrasah Result 2022: হাইমাদ্রাসা পরীক্ষায় প্রথম হয়েও কপালে চিন্তার ভাঁজ সরিফার, হতে চান চিকিৎসক

বটতলা আদর্শ হাই মাদ্রাসার ছাত্রী সরিফা খাতুন হাই-মাদ্রাসা পরীক্ষায় প্রথম হয়েছেন।

বটতলা আদর্শ হাই মাদ্রাসার ছাত্রী সরিফা খাতুন হাই-মাদ্রাসা পরীক্ষায় প্রথম হয়েছেন। তাঁর বাবা পাড়ায় একটি ছোট্ট দোকান করে ঝালমুড়ি বিক্রি করেন। অভাবের সংসার। তাই নিজের ভবিষ্যত নিয়ে চিন্তিত সরফি।

গতকালই বেলা ১২টার সময় প্রকাশিত হয় এবছরের হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিলের ফলাফল। পরীক্ষার ফল প্রকাশ হতেই দেখা যায়, রাজ্যে প্রথম স্থান অধিকার করেছেন মালদহের ছাত্রী সরিফা খাতুন। বটতলা আদর্শ হাই মাদ্রাসার ছাত্রী সরিফা। তবে দুর্দান্ত ফল করেও কপালে চিন্তার ভাঁজ সরিফার। উচ্চশিক্ষার খরচ নিয়ে চিন্তায় ঢাকা পড়েছে এই অসাধারণ ফলের আনন্দ। কারণ সরিফার বাবা একজন ঝালমুড়ি বিক্রেতা। অবশ্য, সরিফার সাফ কথা, বাবা উজির আলির জন্যই হাই মাদ্রাসার পরীক্ষায় ভালো ফল করেছেন তিনি। কারণ লকডাউনে বাবার উৎসাহ না থাকলে পড়াশোনা এগোত না তাঁর।

পরীক্ষায় সরিফার প্রাপ্ত নম্বর ৭৮৬। এ বার কী করে পড়াশোনা চলবে? এই নিয়ে চিন্তায় ‘গর্বিত’ মা-বাবাও। এই আবহে রেজাল্ট হাতে পেয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্থিক সাহায্যের আবেদন করেন সরিফা। সংবাদমাধ্যমকে সরিফা বলেন, ‘জানতাম, যে আমি এক থেকে দশের মধ্যে থাকব। শিক্ষকরাও আমাকে বলতেন যে আমি ভালো ফল করব। কিন্তু প্রথম স্থানে থাকব, এই কথা ভাবতে পারিনি।’ তিনি জানান, তিনি চিকিৎসক হতে চান তিনি। কিন্তু সেই স্বপ্ন পূরণের পথ কতটা কঠিন হবে, তা ভেবেই যেন মুখের চওড়া হাসিটা কিছুটা মলিন হয়ে যায় তাঁর।

এদিকে বাবা বাবা উজির আলি মেয়ের পড়াশোনা চালিয়ে যেতে বদ্ধপরিকর। ঝালমুড়ি বিক্রি করে অভাবের সংসারের জন্য কোনও মতে দু’বেলার ভাত জোটান তিনি। কিন্তু সরিফা বলেন, ‘আমার আব্বু অত শিক্ষিত না হলেও আমার পড়াশোনায় বাধা আসতে দেননি কোনও। বাড়ির পাশে একটা দোকান খুলে এখন তিনি ঝালমুড়ি বিক্রি করেন। লকডাউনের সময় সবাই বলত, পরীক্ষা হবে না। তখন আব্বুই সব সময় আমাকে পড়তে বসতে বলতেন।’

বন্ধ করুন