HS Exam 2022: আবারও পালটে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সূচি? মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য
1 মিনিটে পড়ুন . Updated: 17 Mar 2022, 02:26 PM IST- উচ্চ মাধ্যমিকের সূচি ইতিমধ্যে একবার পালটে গিয়েছে।
আবারও কি উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি পালটে যাচ্ছে? সে বিষয়ে সরাসরি কিছু জানালেন না শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৃহস্পতিবার তিনি বলেন, ‘একটু পরেই মাননীয় মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করবেন। তিনি নিজেই এই বিষয়টা বলবেন।’ তা থেকে সংশ্লিষ্ট মহলের ইঙ্গিত, সম্ভবত আবারও উচ্চ মাধ্যমিকের সূচি সংশোধিত হবে।
কিন্তু কেন পরীক্ষার সূচি আবারও পালটে যেতে পারে?
প্রথমত, উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যে পড়েছে রাজ্যের দুটি কেন্দ্রের উপ-নির্বাচন। গত সপ্তাহে কমিশনের তরফে জানানো হয়, নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন হবে। আগেরদিন এবং পরেরদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে। যে উপ-নির্বাচনের ফলাফল বেরোবে আগামী ১৬ এপ্রিল।
দ্বিতীয়ত, একইদিনে পড়েছিল উচ্চ মাধ্যমিক এবং সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষা (জেইই মেন)। সেজন্য চারদিনের পরীক্ষার সূচি হেরফের করেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কিন্তু বোর্ড পরীক্ষার কথা মাথায় রেগে জেইই মেন পরীক্ষার যে নয়া সূচি ঘোষণা করা হয়েছে, তাতে সেই একই বিপত্তি হয়েছে। আগামী ২৫ এপ্রিল উচ্চ মাধ্যমিকে একাধিক পরীক্ষা আছে। উচ্চ মাধ্যমিকের নয়া সূচি অনুযায়ী, সেদিন স্ট্যাটিসটিক্স, জিয়োগ্রাফি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট হবে। যা আদতে ১৮ এপ্রিল হওয়ার কথা ছিল। কিন্তু জয়েন্টের কারণেই পরীক্ষার দিন পিছিয়ে ২৫ এপ্রিল করা হয়েছিল।
আপাতত উচ্চ মাধ্যমিকের সূচি