সপ্তাহখানেক আগেই দুয়ারে সরকার ক্যাম্পে তাঁকে চোর বলেছিলেন এক বৃদ্ধ। নিয়োগ দুর্নীতির তদন্তে এবার মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে পৌঁছল সিবিআই। শুক্রবার দুপুরে মুর্শিদাবাদের আন্দিতে জীবনকৃষ্ণ সাহার বাড়িতে যান সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার চাকরির দালাল কৌশিক ঘোষকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁকে জেরা করছেন গোয়েন্দারা।
নিয়োগ দুর্নীতিতে আগেই নাম জড়িয়েছিল বড়ঞার তৃণমূল বিধায়কের। অডিয়ো ক্লিপে তাঁকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নিতে শোনা গিয়েছিল। এক ব্যক্তিকে চাকরি না দিতে পারায় ৫ লক্ষ টাকা ফেরত দেবেন বলে সেই অডিয়ো ক্লিপে জানিয়েছিলেন তিনি। তার পর জীবনকৃষ্ণ সাহা ঘনিষ্ঠ তৃণমূল নেতা কৌশিক ঘোষকে গ্রেফতার করে সিবিআই। অভিযোগ, কেন্দ্রীয় সরকারি চাকরি ছেড়ে চাকরি বিক্রির দালালি শুরু করেছিলেন ওই যুবক। যদিও কৌশিকের সঙ্গে নিজের ঘনিষ্ঠতা অস্বীকার করেন জীবনকৃষ্ণবাবু।
শুক্রবার প্রবল তাপপ্রবাহের মধ্যে জীবনকৃষ্ণবাবুর বাইরে পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। বিধায়ক বাড়িতেই ছিলেন বলে জানা গিয়েছে। তাঁকে জেরা করছেন গোয়েন্দারা। বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ। বাইরে চৈত্রের রোদ মাথায় অপেক্ষা করছেন সাংবাদিকরা।