এবার আমেথি থেকে ভোটে দাঁড়িয়েছেন কে এল শর্মা। কংগ্রেস টিকিট দিয়েছে তাঁকে। এদিকে আমেথিতে গতবার দাঁড়িয়েছিলেন রাহুল গান্ধী। এবার তিনি দাঁড়িয়েছেন রায়বেরেলি থেকে।
এদিকে এনিয়ে তীব্র কটাক্ষ করেছিলেন বিজেপির স্মৃতি ইরানি। বিজেপি তাঁকে গান্ধী পরিবারের পিওন বলে কটাক্ষ করা শুরু করেছে। এবার তার জবাব দিলেন কেএল শর্মা। তিনি বলেন, তিনি একজন রাজনীতিবিদ। তিনি কোনও পরিবারের চাকর নন। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, এবার স্মৃতি ইরানি পরাজিত হবেন এই আসন থেকে। খবর এএনআই সূত্রে।
রবিবার এএনআই-এর সঙ্গে কথা বলার সময় তিনি জানান, পার্টির হাই কমান্ড এই সিদ্ধান্তটা নিয়েছেন। এর আগে এই আসনে অন্য কোনও নামকে চূড়ান্ত করা হয়নি। তবে আমি দৃঢ়তার সঙ্গে বলছি যে আমি স্মৃতি ইরানিকে পরাজিত করব। এটা একটা বড় কথা আমি জানিয়ে দিলাম। আমি গান্ধী পরিবারের চাকর নই।আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করি। আমি যুব কংগ্রেস করতাম ১৯৮৩ সালে। আমি গান্ধী পরিবারের বেতনভূক নই। আমি রাজনীতিবিদ।
তিনি বলেন, আসল বিষয় থেকে দৃষ্টি ঘোরানোর জন্য নানা পথ নিচ্ছেন বিজেপি নেতৃত্ব। তবে মানুষ এসব বুঝতে পারছেন। তিনি বলেন, বিজেপি মিডিয়াকে বিরোধীদের বিরুদ্ধে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। বিরোধীদের জায়গা দেওয়া হচ্ছে না। রাহুল গান্ধীকে কতবার জায়গা দেওয়া হয়? মানুষ এবার প্রশ্ন তুলছেন আপনারা গত ১০ বছর ধরে কী কী করেছেন? কিন্তু তারা আসল ইস্যু থেকে মুখ ফিরিয়ে নিয়ে এখন মঙ্গলসূত্রের কথা বলছেন।
বিজেপি তাদের দাবি পূরণ করে না বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা। তিনি বলেন, ২০১৪ সালে তাদের ইস্তেহারের দিকে তাকিয়ে দেখুন। সেখানে কী বলা হয়েছিল। বলা হয়েছিল ২০২২ সালের মধ্যে প্রত্যেক ভারতবাসীকে পাকা বাড়ি দেওয়া হবে। কিন্তু তার কী হল! উজ্জ্বলা স্কিম নিয়ে তারা শুধু সংখ্য়ার কথা বলেন। কিন্তু সেই সিলিন্ডার গুলোর ভরার কী হল! মানুষ এবার সব বুঝতে পারছেন।