আজ, শুক্রবার সিভিক ভলেন্টিয়ারের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় তীব্র আলোড়ন ছড়িয়ে পড়ল। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে এক সিভিক ভলান্টিয়ারের রহস্যজনক মৃত্যু হয়েছে। তাঁর বাড়ির খুব কাছেই উদ্ধার হয়েছে দেহ। দেহ উদ্ধার করে পুলিশ। তারপর তা ময়নাতদন্তে পাঠিয়েছে। পরিবারের সূত্রে খবর, খুন করা হয়েছে ওই সিভিক ভলান্টিয়ারকে। পুলিশের সাহায্যে কাজ করে সিভিক ভলান্টিয়াররা। সেখানে তাঁকে খুন হতে হওয়ায় চিন্তায় পড়েছে পুলিশও। এই যুবক সিভিক ভলান্টিয়ারের কাজ করার পাশাপাশি অটো চালাতেন।
এদিকে স্থানীয় সূত্রে খবর, ওই যুবকের নাম উজ্জ্বল হালদার (৩৪)। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বাসিন্দা তিনি। পেশায় সিভিক ভলান্টিয়ার। তবে ফাঁকা সময়ে অটো চালাতেন তিনি। ভোরবেলা অটোয় লাড্ডু নিয়ে যেতেন এক মিষ্টির দোকানে। আজ, শুক্রবার ভোরেও অটো নিয়ে বের হন তিনি। তার পর আর বাড়ি ফেরেননি। জয়নগরের দক্ষিণ বারাসাত খাটসারা এলাকার ঘটনায় জোর চর্চা শুরু হয়েছে। জয়নগর থানায় সিভিক ভলেন্টিয়ার ছিলেন উজ্জ্বল। কারও সঙ্গে তাঁর শত্রুতা ছিল না। এলাকায় সবাই তাঁকে ভালবাসতেন সুন্দর ব্যবহারের জন্য।
অন্যদিকে আজ সকাল ৭টা নাগাদ পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা বাড়ি থেকে কিছুটা দূরে সিভিক ভলান্টিয়ারের মৃতদেহ পড়ে থাকতে দেখে। তখন স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে জয়নগর থানায় খবর দেন। পুলিশ এসে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে পৌঁছয় জয়নগর থানার পুলিশ। তাঁর দেহের পাশে পড়েছিল অটো, মানিব্যাগ, জুতো। সুতরাং খুনের সন্দেহ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে ঠিক কী ঘটেছে? সেটা ঘটনাস্থলে গিয়ে খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: জিটিএ’র জন্য ঢালাও অর্থ বরাদ্দ মুখ্যমন্ত্রীর, আর কোন বিশেষ সুবিধা ঘোষণা করলেন?
এখন প্রশ্ন উঠছে, কিভাবে মৃত্যু সিভিক ভলেন্টিয়ারের? তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃত সিভিক ভলান্টিয়ারের নাম উজ্জ্বল হালদার (৩৪)। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বাসিন্দা তিনি। জয়নগর থানায় সিভিক ভলেন্টিয়ার ছিলেন। তাঁর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। কে বা কারা এই খুনের পিছনে যুক্ত তা এখনও জানা যায়নি। তবে এটা খুন কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে গোটা বিষয়টি পরিষ্কার হবে। আপাতত তথ্যের জন্য স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলা হচ্ছে।