বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ছেলে তো সততার কাজ করেছে, ওর জন্য আমি গর্বিত, বললেন কৌস্তভ বাগচীর মা

ছেলে তো সততার কাজ করেছে, ওর জন্য আমি গর্বিত, বললেন কৌস্তভ বাগচীর মা

কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী

কৌস্তভের মা শিউলি বাগচী বলেন, ‘ওকে যে ভাবে গ্রেফতার করা হল সেটা খুব খারাপ লেগেছে। ও তে সন্ত্রাসবাদী নয়, যে ওভাবে তাকে নিয়ে যাবে। সে তো বলেছিল, আপনারা চলে যান। আমি সকাল হলে থানায় যাব।

রাজরোষে গ্রেফতার হয়েছে ছেলে। মাঝ রাতে বাড়ি গিয়ে তাঁকে তুলে এনেছে পুলিশ। তবে তাতে কোনও গ্লানি নেই কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীর মা শিউলি বাগচীর। শনিবার দুপুরে নিজের বাড়িতে বসেই বললেন, ‘ছেলে সততার কাজ করেছে। ছেলের জন্য আমি গর্বিত।’

শনিবার ভোর রাত ৩টে ৩০ মিনিট নাগাদ কৌস্তভের বারাকপুরের বাড়িতে পৌঁছয় কলকাতার বড়তলা থানার পুলিশ। কৌস্তভের বাবা কুশল বাগচী বলেন, রাত ৩টে নাগাদ কলিং বেলের আওয়াজ শুনে উঠি। দেখি পুলিশ এসেছে। আমি ওনাকে বলি, আপনারা চলে যান। আমার ছেলে সকালে থানায় গিয়ে দেখা করবে। কিন্তু ওরা কোনও কথা শুনলেন না। পরে দেখি গোটা বাড়ি পুলিশ ঘিরে ফেলেছে।

কৌস্তভের মা শিউলি বাগচী বলেন, ‘ওকে যে ভাবে গ্রেফতার করা হল সেটা খুব খারাপ লেগেছে। ও তে সন্ত্রাসবাদী নয়, যে ওভাবে তাকে নিয়ে যাবে। সে তো বলেছিল, আপনারা চলে যান। আমি সকাল হলে থানায় যাব। কিন্তু পুলিশ আধিকারিকরা কোনও কথা শুনলেন না’।

তবে ছেলের গ্রেফতারিতে কোনও গ্লানি নেই তাঁর। তিনি বলেন, ‘এমনিতে ছেলের জন্য আমি খুব গর্বিত বোধ করছি। সে এতবড় একটা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আজকে কটা লোক পারে বলুন তো এভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে? বইটা নিষিদ্ধ হয়ে গেলে তো দিদিভাই এই সব কথা বলতে পারতেন না। নিষিদ্ধ করেননি কেন? এটাই হচ্ছে আমার প্রশ্ন। বইটা তো অনেক দিনই বেরিয়েছে।

আজকে আমি খুব গর্বিত। আমার ছেলে কোনও অন্যায় কাজ তো করছে না। আমার খুব ভালো লাগছে। ভালো কাজ করেছে। সততার কাজ করেছে। আমি এটাই চাই’।

কৌস্তভ বাগচীর গ্রেফতারিতে নিন্দায় মুখর হয়েছে বিরোধীরা। তাদের দাবি, ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। পতন সমাগত।

 

বন্ধ করুন