ঝাড়গ্রামের গড়শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানালেন গ্রেফতার কুড়মি নেতা রাজেশ মাহাতো। সোমবার আদালত থেকে বেরিয়ে এই দাবি করেন তিনি। সোমবারই ওই ঘটনার তদন্তভার নিয়েছে রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি।
সোমবার আদালত থেকে বেরিয়ে রাজেশ মাহাতো বলেন, ‘আন্দোলনকে দমন করতে চক্রান্ত হচ্ছে। সাংবিধানিক অধিকার দমন করা হচ্ছে। কোনও হিংসাকে আমরা সমর্থন করিনি। আমাদের এই আন্দোলন ৭৩ বছর ধরে শান্তিপূর্ণভাবে চলছে। আজ এই আন্দোলন ও এই জাতিকে শেষ করার চক্রান্ত হচ্ছে। তাই সিআইডি নয়, সিবিআই তদন্ত চাই।’
একদিনের জেল হেফাজত শেষে সোমবার ধৃত ৮ জনকে ঝাড়গ্রাম আদালতে পেশ করেন তদন্তকারীরা। সেখানে জামিনের আবেদন করেন অভিযুক্তদের আইনজীবী। পালটা অভিযুক্তদের হেফাজতে নিতে চায় সিআইডি। কিন্তু বিচারক দুপক্ষেরই আবেদন খারিজ করে ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন।
এদিন আদালত চত্বরে ভিড় করেন কুড়মি আন্দোলনকারীরা। তাদের সামাল দিতে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছিল পুলিশ। আদালতে হাজির ছিলেন রাজেশবাবুর স্ত্রী। তিনিও সিবিআই তদন্ত দাবি করেন।
বিজেপির তরফ আইনি সহায়তার প্রস্তাবে রাজেশবাবু বলেন, ‘ব্যক্তিগতভাবে শুভেন্দুবাবুকে ধন্যবাদ জানাই। আইনে আমার ভরসা আছে।’