উলুবেরিয়া বাইপাস রাস্তা তৈরির কাজ শুরু করা নিয়ে পুর ও নগরোন্নয়ন দফতরকে আবারও চিঠি দিল পুর কর্তৃপক্ষ। এ বিষয়ে দ্রুত রাস্তা তৈরির কাজ শুরু হবে বলে দফতরের তরফে আশ্বাস দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে উলুবেরিয়া বাইপাস রাস্তা তৈরির কথা চলছে। এর জন্য প্রকল্প তৈরি হয়েছিল তিন বছর আগে। কিন্তু, এখনও পর্যন্ত কাজ শুরু হচ্ছে না। এই রাস্তা তৈরির কাজ নিয়ে এর আগেও একাধিবার পুরসভা কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে। অবশেষে দ্রুত কাজ শুরু করার আশ্বাস মিলল।
পুরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস জানিয়েছেন, রাস্তার কাজ দ্রুত শুরু করার জন্য পুর ও নগর উন্নয়ন দফতরকে পুরসভার তরফে চিঠি দেওয়া হয়েছে। উলুবেরিয়া দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায় জানিয়েছেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই রাস্তা তৈরির কাজ করবে কেএমডিএ। আমি দফতরের মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। দ্রুত কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন তিনি।’ প্রসঙ্গত, গঙ্গারামপুর থেকে মহকুমাশাসকের অফিস পর্যন্ত বিস্তৃত ওটি রোডের দৈর্ঘ্য ৩ কিলোমিটার। সাধারণত এই রাস্তা দিয়ে প্রচুর যান চলাচল করে। ফলে এই রাস্তাতে বেশিরভাগ সময়ই যানজট দেখা যায়। বছর তিনেক আগে খুলে দেওয়া হয়েছে উলুবেড়িয়া রেল উড়ালপুল। সেই কারণে ওটি রোডে গাড়ির চাপ বেড়েছে। এই রোডের অধিকাংশ জায়গাতেই যানজট লেগেই থাকে। তাছাড়া শনিবার সেখানে হাট বসে। যার ফলে রাস্তাটি কার্যত অবরুদ্ধ হয়ে যায়। ফলে বাইপাসের এই রাস্তাটি তৈরি খুবই জরুরী। যদিও টাকার অভাবে কাজ হচ্ছে না বলেই পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে জানানো হয়েছে। অর্থ দফতর টাকা বরাদ্দ করলেই কাজ শুরু হবে।
ওই এলাকাকে যানজট মুক্ত রাখতে ওটি রোডের সমান্তরালে মেদিনীপুর খালের পার দিয়ে বাইপাস রাস্তার পরিকল্পনা করা হয়েছিল। প্রথমে ঠিক হয়েছিল পুরসভা রাস্তাটি তৈরি করবে। কিন্তু, খরচের কারণে তারা পুর ও নগরোন্নয়ন দফতরের কাছে রাস্তা তৈরির জন্য আবেদন জানায়। দফতরের তরফে কাজের দায়িত্ব দেওয়া হয় কেএমডিএ–কে। এর জন্য ৩২ কোটি টাকার প্রকল্প তৈরি হয়। তবে সেই প্রকল্পের রিপোর্ট তৈরি হলেও কাজ শুরু হয়নি। পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, ‘সেচ দফতরের সঙ্গে কথা হয়েছে। তারা মেদিনীপুর ক্যানেলের পাড়ে রাস্তা তৈরির অনুমতি দিয়েছে। রাস্তার কাজ শুরু করতে কোনও সমস্যা নেই।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup