বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > দ্বিতীয় পরীক্ষায় লেটার নিয়ে পাশ, মুখ্যমন্ত্রী থাকছেন মমতাই, তিনে তিন করল TMC
তিনে তিন। কালীঘাটে উচ্ছ্বাস তৃণমূল সমর্থকদের।  (PTI)

দ্বিতীয় পরীক্ষায় লেটার নিয়ে পাশ, মুখ্যমন্ত্রী থাকছেন মমতাই, তিনে তিন করল TMC

মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয়বার ‘পরীক্ষা’-র ফল প্রকাশ হল আজ। তাতে একেবারে লেটার মার্কস নিয়ে পাশ করলেন।

তিনে তিন করল তৃণমূল কংগ্রেস। সেইসঙ্গে যে ভবানীপুর কেন্দ্রের দিকে সবথেকে বেশি নজর ছিল, সেখানে লেটার মার্কস নিয়ে পাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবথেকে বেশি ভোটের মার্জিনে জয়ের নিরিখে নিজের রেকর্ড ভেঙে দিলেন। তার ফলে মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাওয়ার টিকিট পেলেন মমতা। অন্যদিকে, সামশেরগঞ্জে ২৬,৩৭৯ ভোটে জিতেছেন আমিরুল ইসলাম। জঙ্গিপুরে ৯২,৪৮০ ভোট জিতে গিয়েছেন তৃণমূলের জাকির হোসেন।

04 Oct 2021, 08:28:58 PM IST

বৃহস্পতিবার বিধানসভায় শপথ মমতার, ধনখড়কে আসার আমন্ত্রণ : পার্থ

আগামী বৃহস্পতিবার বিধানসভায় শপথ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শপথগ্রহণ অনুষ্ঠানে রাজ্যপাল জগদীপ ধনখড়কে আমন্ত্রণ জানানো হয়েছে। এমনটাই জানালেন পশ্চিমবঙ্গের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

04 Oct 2021, 02:32:50 PM IST

তিনে তিন করল তৃণমূল কংগ্রেস

তিনে তিন করল তৃণমূল কংগ্রেস।

আসনফলাফল
ভবানীপুরতৃণমূল কংগ্রেস জয়ী।
জঙ্গিপুরতৃণমূল কংগ্রেস জয়ী।
সামশেরগঞ্জতৃণমূল কংগ্রেস জয়ী।
04 Oct 2021, 02:30:43 PM IST

তিনে তিন করল তৃণমূল কংগ্রেস

তিনে তিন করল তৃণমূল কংগ্রেস। সেইসঙ্গে যে ভবানীপুর কেন্দ্রের দিকে সবথেকে বেশি নজর ছিল, সেখানে লেটার মার্কস নিয়ে পাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবথেকে বেশি ভোটের মার্জিনে জয়ের নিরিখে নিজের রেকর্ড ভেঙে দিলেন। তার ফলে মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাওয়ার টিকিট পেলেন মমতা। অন্যদিকে, সামশেরগঞ্জে ২৬,৩৭৯ ভোটে জিতেছেন আমিরুল ইসলাম। জঙ্গিপুরে ৯২,৪৮০ ভোট জিতে গিয়েছেন তৃণমূলের জাকির হোসেন।