বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Central forces at Sandeshkhali: রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, সন্দেশখালিতে রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী

Central forces at Sandeshkhali: রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, সন্দেশখালিতে রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী

কেন্দ্রীয় বাহিনীর টহল (ছবি প্রতীকী) পিটিআই

রবিবার গভীর রাতে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বেড়মজুরের হাটখোলা এলাকায় আসে। সেখান থেকেই তারা রুট মার্চ শুরু করে।

দু'মাস ধরে সংবাদ শিরোনামে থাকা সন্দেশখালিতে ঢুকে পড়ল কেন্দ্রীয় বাহিনীর। লোকসভা নির্বাচনের আগে মানুষের মনে আস্থা-ভরসা যোগাতে রুট মার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। তারই ধারবাহিকতায় এবার রাজ্যের রাজনৈতিক আলোচনার শিরানামে থাকা সন্দেশখালিতে সোমবার রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী।

রবিবার গভীর রাতে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বেড়মজুরের হাটখোলা এলাকায় আসে। সেখান থেকেই তারা রুট মার্চ শুরু করে। সকালে বেড়মজুর এলাকায় রুট মার্চ করে রামপুরবাজার হয়ে নৌকা করে নদী পেরিয়ে জেলিয়াখালি দ্বীপের বিভিন্ন এলাকায় রুট মার্চ করে।

গত বৃহস্পতিবার শেখ শাহজাহান সন্দেশখালি থেকে গ্রেফতার হওয়ার পর বর্তমানে এলাকা মোটামুটি শান্তই রয়েছে। ১১ জায়গায় এখনও পর্যন্ত ১৪৪ ধারা জারি রয়েছে। তবে ধাপে ধাপে ১৪৪ ধারা তুলে নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে খবর। আপাতত ওই এলাকাগুলোতেও টহল দেবে কেন্দ্রীয় বাহিনী।

আরও পড়ুন। সিভিক-গ্রিন পুলিশ নিয়ে সিপি-র জবাবে হতবাক, 'শাহজাহানদের' নিয়ে কড়া বার্তা কমিশনের

নির্বাচন কমিশন সূত্রে খবর অনুযায়ী প্রথম ধাপে রাজ্যে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা। ইতিমধ্যে শহরে সেই সংখ্যক কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে। বিভিন্ন এলাকায় তারা রুট মার্চও করতে শুরু করে দিয়েছে। কলকাতায় পৌঁছেছে সাত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এরই মধ্যে উত্তেজনাপ্রবণ সন্দেশখালিতে পৌঁছে গেল কেন্দ্রীয় বাহিনী। এ ছাড়া দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের কয়েকটি জায়গায় রুট মার্চ শুরু করেছে বাহিনী। হাবড়া, উত্তর ২৪ পরগনার কয়েকটি এলাকা, বীরভূমের সিউড়ি এবং খয়রাশোলে রুট মার্চ করছে বাহিনী।

আগামী ৭ মার্চ আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসবে। তারা বিভিন্ন স্পর্শকাতর এলাকাগুলিতে টহল দেবে। এছাড়া বুথে বুথেও টহল দেবে কেন্দ্রীয় বাহিনী।

আরও পড়ুন। 'ডাস্টবিন করে রেখেছে', লোকসভা ভোটের আগে প্রার্থী বাছাই নিয়ে অনন্ত মহারাজের তোপ

এমন দিনে সন্দেশখালিতে রুট মার্চ করেছে শুরু কর কেন্দ্রীয় বাহিনী যখন রাজ্য রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এমনিতে বেঞ্চ সন্দেশখালি নিয়ে পুলিশ ও প্রশাসনের কাছে জানতে চায়। শেখ শাহজাহানের মতো ব্যক্তিরা যাতে ভোটে বিঘ্ন না ঘটাতে পারে না পারে তার জন্যও কড়া বার্তা দিয়েছে কমিশন।

আরও পড়ুন। পূর্ব মেদিনীপুরে ১০৪ বছরের পুরনো সমবায় সমিতির ভোটে ধরাশায়ী TMC, জয়ী হল BJP

বাংলার মুখ খবর

Latest News

শুধু সলমন-রশ্মিকাই নন, 'সিকান্দার'-এ থাকছেন কাজলও! শুরু করলেন শ্যুটিং পিছিয়ে পড়েও কাস্টমসের বিরুদ্ধে দাদাগিরি ইস্টবেঙ্গলের, জয় পেল মহামেডানও ফ্যানদের ব্যবহারে ক্ষুব্ধ হয়েছিলেন এই তারকারা, কোনও রকমে সামলেছিলেন নিজেদের ডাক্তারদের আন্দোলন,‘সুপ্রিম কোর্টের রায়ের কোনো মূল্য নেই?’প্রশ্নে রানা লিখলেন.. চওড়া ব্যাট নিয়ে রান তোলার চেষ্টা, কারচুপি ধরা পড়তেই বিরাট শাস্তি কাউন্টি দলকে লাইভ সম্প্রচারে সমস্যা আছে, বেঁকে বসলেন মমতা, ভয় পাচ্ছেন? পালটা চিকিৎসকরা 'এই প্রথমবারের জন্য...', টেক্কার টিজার আসার আগেই বড় আপডেট দিলেন সৃজিত! দেবের ছব আগামিকাল কি একটা ভালো দিন হবে? ১৩ সেপ্টেম্বরের লাকি রাশি কী কী? জানুন রাশিফল ‘সবার প্রতি আমার…’ পিআর বিতর্ক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন অপারশক্তি ‘ মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি, পদ চাইনা, ’, নবান্ন থেকে বার্তা মমতার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.