বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > সৌমেন্দুর প্রচারসভায় পুলিশের উপর হামলা করল বিজেপি, খেজুরিতে তুমুল উত্তেজনা

সৌমেন্দুর প্রচারসভায় পুলিশের উপর হামলা করল বিজেপি, খেজুরিতে তুমুল উত্তেজনা

বিজেপির কাঁথি কেন্দ্রের প্রার্থী সৌমেন্দু অধিকারী

এই কাঁথি থেকে বারবার জিতে এসেছেন সৌমেন্দুর বাবা শিশির অধিকারী। তখন অবশ্য তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন। এখন গোটা পরিবারই বিজেপিতে চলে গিয়েছে। সেখানে চেনা মাটিতে পুলিশের উপর হামলা করে তৃণমূল কংগ্রেসকে সমঝে দিতে চাইল বিজেপি বলে মনে করা হচ্ছে। তবে কাঁথি হাড্ডাহাড্ডি লড়াই হবে সেটা বলার অপেক্ষা রাখে না।

ব্রিগেড সমাবেশ থেকে ৪২টি লোকসভা আসনের প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। যা রাজ্য–রাজনীতিতে অভিনব। রাজ্যজুড়ে যখন এই নবীন–প্রবীণ মিশ্রণের প্রার্থী তালিকা নিয়ে চর্চা চলছে সর্বত্র তখন পূর্ব মেদিনীপুরে বিজেপির কাঁথি কেন্দ্রের প্রার্থী সৌমেন্দু অধিকারীর কর্মসূচিতে হামলার মুখে পড়ল পুলিশ। এই ঘটনায় জোর আলোড়ন পড়ে গিয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মী। তবে এই অভিযোগের তির বিজেপির দিকে। বিজেপির পক্ষ থেকে এই ঘটনা ঘটানো হয়েছে বলে তুমুল উত্তেজনা ছড়াল খেজুরিতে। লোকসভা নির্বাচনের প্রাক্কালে এমন ঘটনা সকলকে ভাবিয়ে তুলেছে।

এদিকে কাঁথি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে। বিপক্ষে তৃণমূল কংগ্রেস কাঁথিতে প্রার্থী করেছে উত্তম বারিককে। যিনি একদিকে ভূমিপুত্র অপরদিকে সংগঠনের নেতা। কাঁথিকে হাতের তালুর মতো চেনেন। এই কাঁথি থেকে বারবার জিতে এসেছেন সৌমেন্দুর বাবা শিশির অধিকারী। তখন অবশ্য তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন। এখন গোটা পরিবারই বিজেপিতে চলে গিয়েছে। সেখানে চেনা মাটিতে পুলিশের উপর হামলা করে তৃণমূল কংগ্রেসকে সমঝে দিতে চাইল বিজেপি বলে মনে করা হচ্ছে। তবে কাঁথি লোকসভা কেন্দ্রে এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে সেটা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন:‌ নবীন তরতাজা মুখের প্রার্থীর উপর বেশি ভরসা অভিষেকের, নতুন মুখে চাপে বিজেপি

অন্যদিকে পূর্ব মেদিনীপুরের কাঁথি লোকসভা কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। এখন থেকেই তিনি প্রচারে নেমে পড়েছেন। খেজুরি–২ নম্বর ব্লকের শ্যামপুর মোড়ে দলের নেতাদের সঙ্গে নিয়ে প্রচার সভা করছিলেন সৌমেন্দু। রবিবার সন্ধ্যায় সেই সভা চলাকালীন পুলিশের গাড়িতে হামলা চালায় বিজেপি কর্মীরা বলে অভিযোগ। এই অভিযোগের পাল্টা অভিযোগ তুলেছে বিজেপি। তাদের অভিযোগ, সভা শেষ হওয়ার আগেই সেখানে এসপিডিও’‌র নেতৃত্বে পুলিশের একটি গাড়ি জোর করে সভার মধ্যে ঢোকার চেষ্টা করে। আসলে সভা বানচাল করার চেষ্টা করা হয়েছিল। তাতে আহত হন দলের চারজন কর্মী। এই কারণে আজ, সোমবার থানায় বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়ার ডাক দিয়েছেন সৌমেন্দু অধিকারী।

তবে পুলিশের উপর হামলার ঘটনায় পদক্ষেপ করা হবে বলে পুলিশ সূত্রে খবর। বিজেপির অভিযোগ অস্বীকার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। বিজেপি সেখানে পুলিশের সংখ্যা বেশি দেখেই এই হামলা করেছে অভিযোগ পুলিশের। এটা পরিকল্পিত হামলা বলেও মনে করা হচ্ছে। এই ঘটনার কথা কানে গিয়েছে কাঁথির তৃণমূল কংগ্রেস প্রার্থীর। এই বিষয়ে কাঁথির তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিক বলেন, ‘‌পুলিশের উপর আক্রমণ চালিয়েছে বিজেপি কর্মীরা। পুলিশের কাছে সেই ফুটেজ আছে। তাই আইন আইনের পথে চলবে।’‌

বাংলার মুখ খবর

Latest News

ভয় পেয়েছে বলে নির্লজ্জশ্রী আমাদের ট্যাক্সের টাকায় ২১টা আইনজীবী পুষছে: অপূর্ব দিল্লিতে ট্রাক চালকের সঙ্গে মারামারি করেছিলেন গৌতম গম্ভীর- আকাশ চোপড়ার বড় দাবি ছুটি কাটাতে কিমকে নিমন্ত্রণ, নজরে পাকিস্তান, ট্রাম্পকে ‘মারতে চাওয়া’ রায়ান কে? ভাদ্রপদ পূর্ণিমাকে কেন বিশেষ মানা হয়? জেনে নিন এই দিন স্নান দান পুজোর শুভ সময় বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দুরা, পুজোর মুখে পর পর ৮টি মূর্তি ভাঙচুর বছরে আয় ১০ কোটি! ভারতে ক্রিকেট ধারাভাষ্যকারদের বেতন নিয়ে মুখ খুললেন আকাশ চোপড়া অতিরিক্ত আত্মবিশ্বাসকে সঙ্গী করেই ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার দাবি শান্তর বিয়ের আংটি খোলা, মেয়ে নিয়ে বচ্চন বধূ ছেড়েছেন দেশ! কোথায় দেখা গেল ঐশ্বর্য-অভিষেক অষ্টমের বইয়ে হিন্দু ইতিহাসকে বিকৃত, বাংলাদেশের মতো মগজধোলাই বাংলায়, দাবি BJP-র ভারতীয় ক্রিকেটে ভবিষ্যতের সুপারস্টার কে? অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা কার নাম বললেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.