বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > আমরা চুরি করিনি, পুলিশে ভুয়ো মামলা দিয়ে জেলে পাঠিয়েছে, বললেন মালদার ২ নির্যাতিতা

আমরা চুরি করিনি, পুলিশে ভুয়ো মামলা দিয়ে জেলে পাঠিয়েছে, বললেন মালদার ২ নির্যাতিতা

নিগ্রহের ঘটনার স্থিরচিত্র। 

সোমবার বিকেলে জামিন পান মালদায় বিবস্ত্র করে মারধরের ঘটনার ২ নির্যাতিতা। তাদের থানা ভাঙচুরের অভিযোগ দিয়ে জেলে পাঠিয়েছিল পুলিশ। মঙ্গলবার সকালে জেল থেকে মুক্তি পেয়ে নিজেদের নির্দোষ দাবি করলেন তাঁরা

আমরা চুরি করিনি। মিথ্যে মামলা দিয়ে আমাদের জেলে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার জেল থেকে মুক্তি পেয়ে একথা জানালেন মালদার ২ নির্যাতিতা মহিলা। ১ সপ্তাহ ধরে তাঁদের নিয়ে রাজ্যজুড়ে তোলপাড় চললেও সেব্যাপারে কিছুই জানা ছিল না তাঁদের। মঙ্গলবার সকালে জেল থেকে মুক্তি পেয়ে অজ্ঞাতস্থানে চলে যান তাঁরা।

মালদার বামনগোলায় ২ মহিলাকে চুরির অপবাদ দিয়ে বিবস্ত্র করে মারধর করায় নির্যাতিতাদেরই ফাঁড়ি ভাঙচুরের মামলা দিয়ে জেলে পাঠিয়ে দিয়েছিল পুলিশ। সোমবার বিকেলে তাঁদের জামিন দেন মালদা জেলা আদালতের বিচারক মৃণালকান্তি মণ্ডল। তবে সন্ধ্যা হয়ে যাওয়ায় সোমবার রাতটা জেলেই কাটাতে হয় ২ নির্যাতিতাকে। মঙ্গলবার সকালে জেল থেকে বেরনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাঁরা জানান, ‘আমরা চুরি করিনি। আমরা পাকুয়াহাটে মাছ বিক্রি করতে গিয়েছিলাম। তখন এক মিষ্টির দোকানদার আমাদের বিরুদ্ধে চুরির অপবাদ দেয়। এর পরই জনতা আমাদের মারধর শুরু করে। ক্রমশ জামা কাপড় ছিঁড়ে ফেলে তাঁরা।’ নির্যাতিতাদের একজন জানান, ‘মিথ্যা মামলা দিয়ে আমাদের জেলে পাঠিয়েছে পুলিশ। গত সোমবার আমরা নালাগোলা ফাঁড়ি ভাঙচুর করেছি বলে অভিযোগ আনা হয়েছে। ওই দিন আমরা নালাগোলা ফাঁড়ির ধারে কাছেও যাইনি। আমরা ২ জনেই ওই দিন বাড়িতেই ছিলাম।’

জামিন পেলেও চরম আতঙ্কে ভুগছেন ২ নির্যাতিতা ও তাঁদের পরিবার। তাই বাড়িতে না গিয়ে অজ্ঞাতস্থানে চলে গিয়েছেন তাঁরা। এক নির্যাতিতার মেয়ে জানিয়েছেন, মায়ের সঙ্গে যা হয়েছে তাতে আমরা আতঙ্কিত। কোনও রকমে বাড়িতে আছি। মা আজ জামিন পেয়েছে বলে শুনেছি।

 

বন্ধ করুন