পাকিস্তানের বালুচিস্তানে আবারও বিস্ফোরণ। এবার এক সাংবাদিকের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালাল আততায়ীরা। ঘটনায় এক প্রবীণ সাংবাদিক-সহ তিনজন নাগরিক নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন ৮ জন। নিহত সাংবাদিকের নাম মৌলানা সিদ্দিক মেঙ্গল। খুজদার শহরের কাছে চমরোক চকের একটি রাস্তার পাশে রিমোট নিয়ন্ত্রিত বোমা রাখা হয়েছিল। সাংবাদিক সেখানে পৌঁছাতেই তাঁর গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। জানা গিয়েছে, তিনি খুজদার প্রেসক্লাবের সভাপতি ছিলেন। বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবসে এমন ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। এর তীব্র নিন্দা করেছেন বালুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সারফারাজ বুগতি। তিনি আততায়ীদের দ্রুত গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। বিস্ফোরণের সময় আরও বেশ কয়েকজন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তার মধ্যে দুই পথচারীর মৃত্যু হয়। আহতদের হাসপাতালে ভরতি করে চিকিৎসা করা হচ্ছে।
আরও পড়ুন: পাক সেনার ক্যাম্পে হামলা বালোচ বিদ্রোহীদের, মৃত্যু ৫০ জওয়ানের
জানা গিয়েছে, সিদ্দিক জমিয়ত উলেমা-ই-ইসলাম (জেইউআই-এফ) দলের নেতা ছিলেন। তিনি স্থানীয় একটি পত্রিকা ‘ওয়াতন’-এর সাংবাদিক ছিলেন। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, সিদ্দিককে সাংবাদিকতার জন্য নাকি জেইউআই-এফ’ এর একজন পদাধিকারী হিসাবে কাজ করার কারণে তাঁকে টার্গেট করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। বালুচিস্তান ইউনিয়ন অফ জার্নালিস্ট (বিইউজে) সিদ্দিককে হত্যার প্রতিবাদে বিক্ষোভ দেখায়। তারা দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছে।
উল্লেখ্য, বালুচিস্তানে কয়েক বছর ধরে লাগাতার সন্ত্রাসবাদীদের হামলার ঘটনা ঘটে চলেছে। এর আগের দিনই গত বৃহস্পতিবার বালুচিস্তানের দুকি জেলার থাইকেদার নাদ্দির কাছে দুটি ল্যান্ডমাইন বিস্ফোরণে একজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। একটি ট্রাক একটি ল্যান্ডমাইনের ওপর দিয়ে গেলে প্রথম বিস্ফোরণ ঘটে। পরে সেখানে প্রচুর লোকজন জড়ো হলে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে।
এছাড়াও, গত সপ্তাহের শুক্রবার আততায়ীদের গুলিতে পিশিন জেলার কালি তারাতা এলাকায় একজন ডিএসপি এবং এসএইচও সহ দুই সিনিয়র পুলিশ আধিকারিক আহত হন। একই ধরনের ঘটনায় জেলার টুম্প এলাকায় দুই শ্রমিক নিহত হন।
উল্লেখ্য, রিপোর্টার্স সানস ফ্রন্টিয়েরসের ২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী, বিশ্ব প্রেস ফ্রিডম সূচকে ১৮০টি দেশের মধ্যে পাকিস্তান ১৫০ তম স্থানে রয়েছে। ফ্রিডম নেটওয়ার্ক, একটি স্বাধীন জাতীয় সংবাদ মাধ্যম পর্যবেক্ষণকারী সংস্থার একটি প্রতিবেদন অনুযায়ী, ২০১২ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটিতে কমপক্ষে ৫৩ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। তারমধ্যে শুধুমাত্র দুটি ক্ষেত্রে অপরাধীরা দোষী সাব্যস্ত হয়েছে।