উত্তর ২৪ পরগনায় দেগঙ্গায় গোমুত্র ও গোবর থেকে উদ্ধার হল ‘সোনা’। মঙ্গলবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গোবর থেকে উদ্ধার হওয়া ওই গোলাকার বস্তুগুলি চড়া দামে কিনেছেন স্থানীয় এক স্বর্ণব্যবসায়ী। যদিও স্থানীয় বিজ্ঞান শিক্ষকদের দাবি, ওগুলি গরুর কিডনি বা পিত্তাশয়ে জমা পাথর।
সোমবার রাতে দেগঙ্গায় গোবর্ধনপুরের এক গোপালক দেখেন, তাঁর একটি গরুর গোবরে রয়েছে হলদে গোল গোল বলের মতে বেশ কয়েকটি বস্তু। সেগুলি কী তা নিয়ে গবেষণা শুরু হতেই সেখানে পৌঁছন স্থানীয় এক স্বর্ণব্যবসায়ী। গোরুর গোবর থেকে উদ্ধার হওয়া বলগুলি প্রায় ৫০ হাজার টাকা দিয়ে কিনে নিয়ে যান তিনি। এর পরই এলাকাজুড়ে খবর ছড়ায়, উদ্ধার হয়েছে সোনা।
মঙ্গলবার গরুটিকে দেখতে ভিড় জমান মানুষজন। গোরুটি মলত্যাগ করলেই গোবরে আর ওই রকম পাথর রয়েছে কি না তার খোঁজ শুরু করে দেন গোরুর মালিক।
তবে গোরুর গোবরে সোনা উদ্ধার হওয়ার সম্ভাবনা খারিজ করে দিয়েছে স্থানীয় বিজ্ঞান মঞ্চ। তাদের তরফে জানানো হয়েছে, গোরুর গোবরে সোনা পাওয়ার সম্ভাবনা নেই। গোলাকার যে বস্তুগুলি পাওয়া গিয়েছে সেগুলি গোরুটির কিডনি বা পিত্তথলির পাথর। মানুষের মতো গোরুরও বিভিন্ন অভ্যন্তরীণ অঙ্গে পাথর তৈরি হয়।