বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বাড়িতে বাড়িতে পেট-বমি,গোঘাটে ডায়রিয়ায় আক্রান্ত ৬০, এলাকায় মেডিক্যাল টিম

বাড়িতে বাড়িতে পেট-বমি,গোঘাটে ডায়রিয়ায় আক্রান্ত ৬০, এলাকায় মেডিক্যাল টিম

ডায়রিয়া আক্রান্তদের চিকিৎসা চলছে হাসপাতালে। নিজস্ব ছবি।

এই ঘটনার খবর পেয়ে ‌এলাকায় মেডিক্যাল টিম পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, পুকুরের জল ব্যবহার থেকেই এই ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে ।

কারও পেট ব্যথা আবার কারও বমি। হুগলির গোঘাটের এক নম্বর ব্লকের কাকুরিয়াতে প্রায় বাড়িতে বাড়িতে এরকমই অবস্থা। গত কয়েকদিন ধরেই সেখানে একের পর এক অসুস্থ হয়ে পড়ছেন বহু মানুষ। ডায়রিয়ার কারণে এই ভাবে সেখানকার মানুষ অসুস্থ হচ্ছেন বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, এখনও পর্যন্ত এলাকার ৫০ থেকে ৬০ জন মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তার মধ্যে অনেকেই ভর্তি রয়েছেন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। এর মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

এই ঘটনার খবর পেয়ে ‌এলাকায় মেডিক্যাল টিম পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, পুকুরের জল ব্যবহার থেকেই এই ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে । ইতিমধ্যেই ঘটনাস্থলে সরকারি মেডিক্যাল টিম গিয়ে ডায়রিয়া রোগীদের চিকিৎসা শুরু করেছেন । এলাকার প্রতিটি বাড়ির আশে পাশে ছড়ানো হয়েছে ব্লিচিং পাউডার।পাশাপাশি এক স্বাস্থ্য কর্মী জানান, এলাকার প্রতিটি বাড়িতে ও আর এস দেওয়া হয়েছে। জল ফুটিয়ে খাওয়ার কথা বলা হয়েছে। তবে  ডায়রিয়ার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। এর জন্য জলের নমুনা সংগ্রহ করা হয়েছে।

এছাড়াও, গত রবিবার এলাকায় একটি অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়া করেছেন এলাকার মানুষ। তার থেকেও ছড়াতে পারে বলে মনে করা হচ্ছে। ডায়রিয়া আক্রান্ত রোগীদের অনেককেই বাড়িতেই রেখে চিকিৎসা চলছে। তবে গুরুতর অবস্থায় ৯ জনকে গোঘাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

বন্ধ করুন