পঞ্চায়েত ভোটের আগেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। উত্তর ও দক্ষিণ বঙ্গ মিলিয়ে তিন জায়গায় সভা করবেন তাঁরা। এ খবর জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তবে কবে, কোথায় তাঁরা সভা করবেন তা বিস্তারিত ভাবে জানা যায়নি।
বিজেপির রাজ্য সভাপতি বলেন, 'উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে তিন জায়গায় সভা করবেন তাঁরা। কবে কোথায় এই সভা হবে তা এখনও চূড়ান্ত হয়নি।' বৃহস্পতিবার থেকে রাজ্যে শুরু হয়েছে বিজেপির মহাজনসম্পর্ক অভিযান। ৩০ জুন পর্যন্ত এই কর্মসূচি চলবে। এর মধ্যে ২০ জুন থেকে ১০ দিন চলবে গৃহসম্পর্ক অভিযান।
রাজ্য ইতিমধ্যে চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের নবজোয়ার কর্মসূচি। এরই মধ্যে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিজেপির মহাজনসম্পর্ক অভিযান।
তৃণমূল তাদের নবজোয়ার কর্মসূচিতে বাংলার বিরুদ্ধে কেন্দ্রে বঞ্চনার অভিযোগকে সামনে আনছে। তার পাল্টা হিসাবে মহাজনস্পর্ক ও গৃহস্পর্ক অভিযান কর্মসূচিতে কেন্দ্রের বিভিন্ন প্রকল্পগুলিকে তুলে ধরবে বিজেপি। দলীয় সূত্রে তেমনটাই জানা যাচ্ছে। এই মহাজনসম্পর্ক কর্মসূচিতেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের তিন জায়গায় তিন হেভিওয়েট নেতা সভায় বক্তব্য রাখবেন।
তবে কবে, কোথায় তাঁরা সভা করবেন, তা জানা যায়নি। তাঁদের সময় পেলেই দিন-ক্ষণ-স্থান নির্দিষ্ট হবে। (পড়তে পারেন। ‘আমি প্রচণ্ড আঘাত পেয়েছি’, অভিষেকের নিরাপত্তারক্ষীর ধাক্কায় আহত মন্ত্রী অখিল)
সামনে পঞ্চায়েত ভোট হলেও বিজেপির মূল লক্ষ্য লোকসভা নির্বাচন। এখন থেকেই তার জন্য জমি প্রস্তত করে রাখতে চাইছে দল। সে কারণে এই মহাসম্পর্ক কর্মসূচি। ৩০ জুন এই কর্মসূচি শেষ হচ্ছে। দলীয় সূত্র বলছে, আগামী দিনে আরও এই ধরনের কর্মসূচি নেওয়া হবে।