মোটরবাইক চালানো নিয়ে বচসা শুরু হলেও সেটা থামল শুটআউট দিয়ে। আর এদিন সরাসরি গুলি করা হয়েছে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে। গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেস কর্মীর অবস্থা আশঙ্কাজনক। তাঁর বুকে লক্ষ্য করে পরপর দু’রাউন্ড গুলি করা হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আসে। নদিয়ার কালিগঞ্জ থানার পালিতবেগিয়া এলাকার ঘটনায় এখন আতঙ্কিত মানুষজন।
ঠিক কী ঘটেছে নদিয়ায়? স্থানীয় সূত্রে খবর, বালিতবেগিয়া এলাকায় শনিবার বেশি রাতে কয়েকজন যুবক তীব্র গতিতে মোটরবাইক চালিয়ে যাচ্ছিল। ওই যুবকদের বাড়ি পাশের পাড়াতে। তীব্র গতিতে মোটরবাইক চালানোর কারণে প্রতিবাদ করে কয়েকজন এলাকাবাসী। প্রতিবাদ করার কারণে শুরু হয় দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি। এরপর হাতাহাতি শুরু হলে এলাকাবাসী বিষয়টি মিটিয়ে দেয়। তবে যারা মোটরবাইক চালাচ্ছিল তারা নিজের গ্রামে এসে আগ্নেয়াস্ত্র নিয়ে আবার ফিরে যায় ঘটনাস্থলে। তখন কথা কাটাকাটি চরমে ওঠে তাদের সঙ্গে। আর তখনই হঠাৎ অভিযুক্ত এক যুবক তৃণমূল কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে পরপর দু’রাউন্ড গুলি চালায়।
তারপর ঠিক কী ঘটল? ওই তৃণমূল কংগ্রেস কর্মীর বুকে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। যন্ত্রণায় চিৎকার শুরু করলে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত যুবকরা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী। তারপর অবস্থার অবনতি হলে তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে খবর, ওই তৃণমূল কংগ্রেস কর্মীর শরীর থেকে একটি গুলি উদ্ধার করা হলেও আর একটি গুলি শরীরের ভিতরে রয়ে গিয়েছে। এখন শক্তিনগর জেলা হাসপাতালে আশঙ্কা অবস্থায় ভর্তি তিনি।
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, গুলিবিদ্ধ ওই তৃণমূল কংগ্রেস কর্মীর নাম আশরাদুল শেখ। তাঁর গুলি লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালীগঞ্জ থানার পুলিশ। এলাকাবাসীদের সঙ্গে কথা বলে পুলিশ জানার চেষ্টা করছে আদতে ঘটনা কি কারণে ঘটেছে। পাশাপাশি অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। গুলিবিদ্ধ আশরাদুলের দাদা ওসমান গনি শেখ পুলিশকে বলেন, ‘মূলত তীব্র গতিতে মোটরবাইক চালানোর প্রতিবাদ করতেই হামলা চালিয়েছে ওরা। তবে আমরা সকলেই তৃণমূল কংগ্রেস কর্মী। যারা গুলি করেছে তারা কারা আমরা জানি না।’