বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > North Bengal University: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালকে 'গো ব্যাক' টিএমসিপির, পালটা দিলেন সিভি আনন্দ বোস

North Bengal University: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালকে 'গো ব্যাক' টিএমসিপির, পালটা দিলেন সিভি আনন্দ বোস

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের টিএমসিপির বিক্ষোভ। 

এর আগেও তৃণমূল নেতৃত্ব যখন তাঁকে নানা ধরণের কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করেছিলেন রাজ্যপাল সম্পর্কে তখনও নীরব ছিলেন তিনি। কিন্তু অন্য়ভাবে কড়া অবস্থান নেন।

শিলিগুড়িতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে বৈঠকে বসেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিকে রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ে  ঢুকতেই এদিন কালো পতাকা দেখানো হয়। এমনকী গো ব্যাক স্লোগানও দেওয়া হয়েছে। একেবারে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েন টিএমসিপির সমর্থকরা। তবে এদিন অত্যন্ত ধীর গতিতে এই জায়গাটি পার করে রাজ্যপাল সহ অন্যান্য আধিকারিকদের গাড়ি। 

 আর সূত্রের খবর, মিটিংয়ে সেই গো ব্যাকের প্রসঙ্গ তুললেন রাজ্যপাল। তাঁর কথায়, অবশ্যই গো ব্যাক। দুর্নীতি গো ব্যাক। অযথা হস্তক্ষেপ গো ব্যাক। বিশ্ববিদ্যালয়ের পথে বাধা তৈরি করে এমন সব কিছুই গো ব্যাক। 

একেবারে কড়া অবস্থান রাজ্যপালের। এর আগেও তৃণমূল নেতৃত্ব যখন তাঁকে নানা ধরণের কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করেছিলেন রাজ্যপাল সম্পর্কে তখনও নীরব ছিলেন তিনি। কিন্তু অন্য়ভাবে কড়া অবস্থান নেন। এদিনও তিনি গো ব্যাক স্লোগান শোনার পরেও অত্যন্ত কুশলতার সঙ্গে বিষয়টিকে অন্যভাবে তুলে ধরেন। 

এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে এর আগে রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে পৌঁচেছিল। তার রেশ চলছে এখনও। এদিকে এই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য নিয়োগ কেলেঙ্কারিতে অভিযুক্ত। জেলের অন্দরে দিন কাটছে তার। সেই বিশ্ববিদ্যালয়েই পা দিলেন খোদ রাজ্যপাল। 

সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নতি নিয়ে এদিন তিনি মতামত দেন। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মধ্য়ে পারস্পরিক বিনিময় যাতে হয় সেব্যাপারেও আলোকপাত করা হয়েছে। বিশ্ববিদ্যায়লের পরিকাঠামোগত নানা দিক নিয়ে এদিন আলোচনা হয়। গবেষক ও অধ্যাপকদের নানা সমস্যা মেটানোর ব্যাপারেও কথাবার্তা হয়েছে। সব মিলিয়ে এদিন বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন সংক্রান্ত নানা দিক নিয়ে আলোচনা হয়। 

এদিকে এদিন মূলত তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরাই এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছিলেন। হাতে প্লাকার্ড নিয়ে তাঁরা বিক্ষোভে সামিল হন। তৃণমূল ছাত্র পরিষদ নেতা মিঠুন বৈশ্য বলেন, আমরা জানি তিনি সাংবিধানিক প্রধান। কিন্তু তিনি নির্বাচিত সরকারকে না জানিয়ে কাজ করছেন। স্বাভাবিকতভাবেই বাংলার জনগণের ক্ষোভের প্রতিফলন তো পড়বেই। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে এটা শুরু হল। আগামী দিনে যে বিশ্ববিদ্য়ালয়েই তিনি যাবেন সেখানেই এই ধরনের বিক্ষোভ হবে। ১১-১২ জন ভিসিকে নিয়ে এসে এখানে মিটিং করছেন। এতদিন ধরে সমাবর্তন হচ্ছে না। সাধারণ ছাত্রছাত্রীরা এদিন বিক্ষোভ চলছে। তিনি যতক্ষণ মিটিং করবেন ততক্ষণ আমাদেরও প্রতিবাদ মিটিং চলবে। 

বাংলার মুখ খবর

Latest News

২৭শে মে থেকে বড় বদল জি বাংলায়! কোন সময়ে দেখবেন অষ্টমী? কপাল পুড়ল কোন মেগার? Sunrisers Hyderabad বনাম Punjab Kings ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? অধীর চৌধুরীর বিজেপিতে যোগ দেওয়ার বর্তমানের ভাইরাল প্রতিবেদনটি ভুয়ো চরিত্র নিয়ে ট্রোল, কড়া জবাব এল ইমনের থেকে, ‘…তোমার মত ভদ্র কিম্বা অসভ্য’ হাই ব্লাড প্রেসারকে কেন বলা হয় নীরব ঘাতক? জানুন আজই আবাসনে জনসংযোগ, খোদ মমতা ফোনে কথা বলেন বাসিন্দাদের সঙ্গে ভোটব্যাঙ্ককে খুশি করতে সন্ন্যাসীদের হুমকি দিতেও পিছ-পা হচ্ছে না তৃণমূল: মোদী টেকঅফের পরই ইঞ্জিনে ধরল আগুন, বেঙ্গালুরু বিমানবন্দরে জরুরি অবতরণ বিমানের নাগাড়ে বৃষ্টিতে তিস্তার জল বেড়ে তৈরি হয়েছে আতঙ্ক, রংপো থেকে উদ্ধার তিন পর্যটক ‘‌পাকিস্তানের হাতে আগে বোমা থাকত, এখন ভিক্ষার বাটি’‌, ভোট টানতে নয়া তথ্য মোদীর

Latest IPL News

'১% আশা থাকলেও সবটা উজাড় করে দাও', RCB প্লে-অফে উঠতেই ভাইরাল বিরাটের পেপটক শূন্যে শরীর ভাসিয়ে এক হাতে ফ্যাফের ক্যাচ নেওয়া দেখে, অধিনায়কের গালে চুমু কোহলির প্লে-অফে যেতেই ‘মদ খেয়ে অসভ্যতামি RCB ফ্যানদের, ঘিরে ধরে CSK ফ্যানদের গালিগালাজ’ ধোনির ১১০ মিটারের ছক্কাই ‘প্লে-অফে পৌঁছে দিল’ RCB-কে! বলের রহস্য ফাঁস কার্তিকের মিলল আনুগত্যের ফল! RCB প্লে অফে যেতেই রাস্তা বন্ধ করে উন্মাদনায় ভাসল বেঙ্গালুরু ভগবানের প্ল্যান..ইউপি-র সতীর্থ যশকে বিশেষ দিনে বার্তা,তাঁকে পাঁচ ছয় মারা রিঙ্কুর IPL প্লে অফে RCB, মাঠে চোখ ভর্তি জল বিরাটের, আপ্লুত অনুষ্কার একাজ দেখার মতো ৩ জন প্রধান প্লেয়ারের চোট পার্থক্য গড়ে দিল- প্লে-অফে উঠতে না পারার অজুহাত রুতুর রুদ্ধশ্বাস লড়াইয়ে ধোনিদের ছিটকে দিয়ে প্লে-অফের টিকিট পকেটে পুরল আরসিবি আদৌ আউট ছিলেন ফ্যাফ? তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ফের প্রশ্ন উঠে গেল- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.