বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষের উদ্যোগে আয়োজিত পানিহাটি উৎসবে মহিলা পুলিশকর্মীর শ্লীলতাহানির অভিযোগ তৃণমূলেরই কাউন্সিলরের বিরুদ্ধে। গত ২৩ ডিসেম্বর রাতে এই ঘটনায় খড়দা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা কন্সটেবল। সেই অভিযোগপত্রের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূলকে তুমুল আক্রমণ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তবে তৃণমূলের দাবি, এটা বাংলাকে কালিমালিপ্ত করার চেষ্টা। ঘটনার পর এক সপ্তাহ কাটতে চললেও কেউ গ্রেফতার হননি। ওদিকে আতঙ্কে ভুগছেন ওই মহিলা কন্সটেবল।
অভিযোগপত্রে ওই পুলিশকর্মী জানিয়েছেন, ২৩ ডিসেম্বর রাত ১০টা নাগাদ পানিহাটি উৎসবে ডিউটি করছিলেন তিনি। তখন উৎসব কমিটির কয়েকজন সদস্য তাঁকে উৎসব প্রাঙ্গন থেকে বেরিয়ে যেতে বলেন। ওই পুলিশকর্মী তাদের শান্ত করার চেষ্টা করলে তাঁকে ধাক্কাধাক্কি করে মদ্যপ ওই যুবকরা। এমনকী তাঁর বুকে হাত দেয় তারা। সঙ্গে চলে অশ্রাব্য গালিগালাজ। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে আসেন তৃণমূল কাউন্সিলর। তিনিও ওই যুবকদের সঙ্গে যোগদান করে পুলিশকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করতে থাকেন। এর পর এক পুলিশ আধিকারিক তাঁকে ও আরও এক মহিলা পুলিশকর্মীকে উদ্ধার করে থানায় নিয়ে যান।
এই অভিযোগের পর সপ্তাহ কাটতে চললেও কেন একজনও অভিযুক্ত গ্রেফতার হল না তা নিয়ে প্রশ্ন তুলেছেন সুকান্তবাবু। তাঁর দাবি, অভিযুক্তরা তৃণমূলকর্মী বলে মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পুলিশ।
ওদিকে স্থানীয় বিধায়ক তথা বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষ বলেন, পুলিশ পুলিশের কাজ করছে। কিন্তু রাজ্যকে দুর্নাম করতে এসব ফেসবুকে পোস্ট করেছেন সুকান্তবাবু।