বিজেপিকে সমর্থন করায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশেরই বিরুদ্ধে। সোমবার ঘটনাকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুরের খেজুরি ২ নম্বর ব্লকের কশাড়িয়া হাইস্কুলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন কয়েকজন মহিলা। এই ঘটনায় তৃণমূল ও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।
খেজুরির কশাড়িয়া হাইস্কুলে চলছে দুয়ারে সরকার ক্যাম্প। সেখান থেকেই মিলছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম। সোমবার সেখানে ফর্ম তুলতে যান স্থানীয় কয়েকজন মহিলা। ফর্ম পূরণ করে জমা দিতে গেলেই বাঁধে বিপত্তি। অভিযোগ, ক্যাম্পে হাজির খেজুরি থানার এক পুলিশ আধিকারিক তাঁদের ফর্ম জমা দিতে বাধা দেন। এর পরই বিক্ষোভ দেখাতে থাকেন মহিলারা।
তাঁদের দাবি, বিধানসভা নির্বাচনে বিজেপিকে সমর্থন করায় তৃণমূলের নির্দেশে তাঁদের বাধা দিচ্ছে পুলিশ। রাজনীতির রং দেখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে এখানে। আর সেই কাজে তৃণমূলের দোসর হয়েছে পুলিশ। বেশ কিছুক্ষণ পর বিক্ষোভকারীদের ফর্ম জমা নেওয়া হয়। ঘটনায় তৃণমূল বা প্রশাসনের প্রতিক্রিয়া মেলেনি।