শুক্রবার সন্ধ্যায় মুজফফরপুরগামী যশোবন্তপুর এক্সপ্রেসের চাকা থেকে ধোঁয়া বের হতে দেখা যায় ফারাক্কার কাছে তিলডাঙা স্টেশনে। ধোঁয়া দেখেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফারাক্কার কাছে প্রায় তিন ঘণ্টা দাঁড়িয়ে থাকে ট্রেনটি। এর মাঝে ঝাড়খণ্ড থেকে মেকানিক এনে সমস্যা মিটয়ে ফের ট্রেনটিকে গন্তব্যের উদ্দেশে রওনা করা হয়। জানা গিয়েছে, গতকাল সন্ধ্যা ৬টা ২০ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। পরে রাত সাড়ে নটা নাগাদ ট্রেনটিকে ফের রওনা করা হয় গন্তব্যের উদ্দেশে।
জানা গিয়েছে, কোনও কারণ বসত ট্রেনের হোয়াট এক্সসেল চাকা খুবই গরম হয়ে গিয়েছিল। চাকা অত্যাধিক গরম হওয়ার কারণে তা জ্যাম হয়ে যায়। যেই কামরার চাকা থেকে ধোঁয়া বের হচ্ছিল, সেই কামরার যাত্রীদের সাময়িক ভাবে ট্রেন থেকে নামানো হয়। ফারাক্কার জিআরপি এবং ফারাক্কার আরপিএফের শীর্ষ স্থানীয় কর্তারা ঘটনাস্থলে পৌঁছান। মালদা ডিভিশনেও ঘটনার খবর দেওয়া হয়। ঝাড়খণ্ডের পাকুর থেকে রেলের মেকানিকের দল আনা হয় তিলডাঙা স্টেশনে।
পরে গোটা কামরাটাই বদল করে দেওয়া হয়। এর জেরে ভোগান্তির শিকার হতে হয় সেই কামরার যাত্রীদের। তবে ঘটনায় সবাই সুরক্ষিত আছেন বলে জানান তিলডাঙার স্টেশন মাস্টার। এদিকে তিন ঘণ্টা ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে থাকায় ভোগান্তি হয় অন্যান্য যাত্রীদেরও। তবে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে স্বস্তি।