বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > BJP আমাকে মোটা টাকার প্রস্তাব দিয়েছিল, দাবি সায়ন্তিকার

BJP আমাকে মোটা টাকার প্রস্তাব দিয়েছিল, দাবি সায়ন্তিকার

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় : বাঁকুড়া। (ছবি সৌজন্য ফেসবুক)

বিজেপিতে যোগ দিলে বিবেকের কাছে ছোট হয়ে যেতাম। এমনই দাবি করলেন তৃণমূলনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বুধবার বাঁকুড়া ২ নম্বর ব্লকের বিকনায় দলের এক বিজয়া সম্মিলনীতে এই দাবি করেন তিনি।

লকডাউন চলাকালীন তাঁকে দলে টানতে মোটা টাকার প্রস্তাব দিয়েছিল বিজেপি। বদলে মমতার নামে অপপ্রচার করতে হবে বলে জানানো হয়েছি। বিজেপিতে যোগ দিলে বিবেকের কাছে ছোট হয়ে যেতাম। এমনই দাবি করলেন তৃণমূলনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বুধবার বাঁকুড়া ২ নম্বর ব্লকের বিকনায় দলের এক বিজয়া সম্মিলনীতে এই দাবি করেন তিনি।

এদিন সায়ন্তিকা বলেন, ‘২০২০ সালে করোনার লকডাউনের সময় শ্যুটিং বন্ধ ছিল। কোনও অনুষ্ঠান বা কাজ ছিল না। ফলে রোজগারও ছিল না। আমি বাবা - মায়ের একমাত্র সন্তান। আমাকে খুব কষ্টে সংসার প্রতিপালন করতে হয়েছে। বিজেপি তখন টাকার অফার দিয়েছিল। অনেক টাকা দিতে চেয়েছিল। তার বদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মিডিয়ার সামনে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলতে হতো। আমি সেই প্রস্তাব গ্রহণ করিনি। তাহলে বিবেকের কাছে ছোট হয়ে যেতাম।’

এই নিয়ে বিজেপির তরফে প্রতিক্রিয়ায় জানানো হয়েছে, ‘২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রার্থীতালিকা ঘোষণার কয়েকদিন আগে তৃণমূলে যোগদান করেন তিনি। তাঁকে বাঁকুড়ায় প্রার্থী করে চমক দিয়ে হারা আসন পুনরুদ্ধার করতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বাঁকুড়ার মানুষ অত বোকা নয়। কিন্তু করোনার সময় সায়ন্তিকার সঙ্গে রাজনীতির কী সম্পর্ক ছিল যে বিজেপি তাঁকে প্রস্তাব দিতে যাবে? নেত্রীর পথ ধরে উনি মিথ্যে কথা বলাটা দ্রুত রপ্ত করে ফেলেছেন। আর এখন তো উনি আর তেমন একটা কাজ করেন না। তাহলে সংসার প্রতিপালন করছেন কী করে? তৃণমূলে ওনার ভবিষ্যৎ উজ্জ্বল। উনি ওখানেই থাকুন।’

 

বন্ধ করুন