উত্তরবঙ্গ জুড়ে নাগাড়ে বৃষ্টি হচ্ছে। তার জেরে জাতীয় সড়কে ধস নেমেছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু জায়গায়। এই পরিস্থিতিতে বন্ধ করে দেওয়া হল টয়ট্রেন পরিষেবা। আজ, শুক্রবার সকালে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে টয়ট্রেন ছেড়ে শিলিগুড়ি জংশনে আসার পরই মাইকে ঘোষণা করা হয়, ‘আজ টয়ট্রেন চলাচল বন্ধ রাখা হচ্ছে।’
ঠিক কী ঘটেছে শিলিগুড়িতে? স্থানীয় সূত্রে খবর, ৫৫ নম্বর জাতীয় সড়কে বড় ধস নেমেছে। এমনকী দার্জিলিং যাওয়ার পথে রংটং এবং তিন ধারিয়ার মাঝে বড় ধস নেমেছে। টয়ট্রেনের লাইনের উপরও ধস পড়েছে। তার জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে পরিষেবা। ফলে হঠাৎ টয়ট্রেন বন্ধ হয়ে যাওয়ার ঘোষণায় মন খারাপ যাত্রীদের।
কী প্রতিক্রিয়া রয়েছে যাত্রীদের? বেশ কয়েকজন যাত্রীরা বলেন, ‘এটাই আমাদের প্রথমবার টয়ট্রেন সফর ছিল। এসেছিলাম টয়ট্রেনে করে দার্জিলিং যাবার আনন্দ উপভোগ করব বলে। এনজেপি থেকে যাত্রা শুরু করেই তা থেমে গেল। সব মাটি হয়ে গেল। পরিবার নিয়ে এবার টয়ট্রেনে দার্জিলিং যাব ভেবেছিলাম।’
ঠিক কী বলছেন জনসংযোগ আধিকারিক? এই টয়ট্রেন বন্ধের বিষয়ে উত্তর–পূর্ব ভারতের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন , ‘শুধুমাত্র শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের রুট বন্ধ। পাহাড়ের অন্যান্য স্টেশনে জয়রাইড চালু আছে। এটা শুধু আজকের জন্যই বন্ধ থাকবে। শনিবার থেকে আবার পরিষেবা স্বাভাবিক হবে।’