অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। তারই প্রতিবাদে একদিনের জন্য বন্ধ থাকবে শান্তিনিকেতনের সোনাঝুরি হাট। ব্যবসায়ীদের সিদ্ধান্তে তোলপাড় এলাকা। পাল্টা প্রতিবাদে সরব হয়েছে বিজেপি। এই হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হাট কমিটি। আজ, শনিবার সকাল থেকে শুনশান সোনাঝুরি। সেখানে বসেনি কোনও পসরা। এখানে আসা পর্যটকরা খোয়াইয়ের হাটে গিয়ে দেখেন কোনও দোকানপত্র বসেনি।
কী হয় সোনাঝুরি হাটে? স্থানীয় সূত্রে খবর, এখানে বড় হস্তশিল্প, পোশাক এবং গয়নার বিকিকিনি হয়৷ অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার প্রতিবাদে হাট বন্ধ করে দেয় তৃণমূল কংগ্রেস নেতারা৷ এখানে ঘোষণা করা হয়েছে, অনুব্রত মণ্ডলের জন্য এই হাটে সকল শিল্পী রোজগার করতে পারেন। তাঁকে অনৈতিকভাবে গ্রেফতার করা হয়েছে। তারই প্রতিবাদে বন্ধ হাট। শনিবার এখানে বড় হাটটি বসে। তবে আজ হাট কমিটি এই হাট বন্ধ রেখেছে। আজ, সন্ধ্যেবেলা হাট কমিটির পক্ষ থেকে একটি মিছিলও বের করা হবে।
কী বলছে বিজেপি নেতা? হাট বন্ধের ঘটনা প্রকাশ্যে আসতেই টুইট করেছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। তিনি লিখেছেন, ‘গো–মাতা হরণকারী শ্রীঘরে যাওয়ার প্রতিবাদে বোলপুরে মিছিল, তাই শান্তিনিকেতনের বিশেষ ঐতিহ্যবাহী সোনাঝুরির হাট আজ বন্ধ করে দেওয়া হল। আবার গরিব মানুষগুলির পেটে লাথি। একদিনের কেনাবেচা বন্ধ।’
আর সংবাদমাধ্যমে অনুপম হাজরা বলেন, ‘সোনাঝুরির হাটের মধ্যে একটি বিশেষ ঐতিহ্য রয়েছে। এটা আর পাঁচটা হাটের মতো নয়। বোলপুরের আশেপাশের যে গ্রামগুলি রয়েছে তাঁরা নিজেদের হাতে তৈরি বাড়িতে বানানো কাজ নিয়ে এখানে এনে বিক্রি করেন। তাঁদেরকে আজকে বলা হয়েছে হাট বসতে দেওয়া যাবে না। তৃণমূল কংগ্রেসের আজ মিছিল রয়েছে। এভাবে গরিব মানুষগুলির পেটে আবারও লাথি মারা হল।’