রাজ্যে এবার ধরা পড়ল ভুয়ো কেন্দ্রীয় দলের সদস্য। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানা এলাকার ভবানীমারি এলাকায়। ধৃতের নাম সন্দীপ গায়েন। নিজের কীর্তি কবুল করেছে সে।
এদিন ভবানীমারি এলাকায় গিয়ে নিজেকে কেন্দ্রীয় দলের সদস্য বলে পরিচয় দেন সন্দীপ। নিজেকে বিজেপি নেতা বলে দাবি করেন। সেকথা শুনে গ্রামবাসীরা তাকে অভাব অভিযোগের কথা জানাতে থাকে। জানায় যোগ্য হলেও প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাননি তাঁরা। অন্যান্য কেন্দ্রীয় প্রকল্প থেকেও বঞ্চিত বলে ভুয়ো কেন্দ্রীয় দলের প্রতিনিধিকে জানাতে থাকেন তাঁরা।
এরই মধ্যে নিজেকে বিজেপি নেতা বলে পরিচয় দিয়ে ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দেন সন্দীপ। বিনিময়ে টাকা দাবি করেন। প্রথমে কয়েকজন টাকা দিয়ে দিলেও পরে গ্রামবাসীদের সন্দেহ হয়। তারা সন্দীপকে জিজ্ঞাসাবাদ শুরু করতেই অসংলগ্ন কথা বলতে থাকে সে। এর পর তাকে আটকে থানায় খবর দেন গ্রামবাসীরা।
খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে আর কে কে যুক্ত তা জানার চেষ্টা করছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, ধৃত নিয়ের অপরাধ কবুল করেছেন।
এই নিয়ে স্থানীয় বিজেপি নেতারা বলেন, দেশের মানুষ জানেন বিজেপি পরিচালিত কোনও সরকারের থেকে কোনও পরিষেবা নিতে কাটমানি দিতে হয় না। সেই আস্থা থেকেই এই যুবককে ধরতে পেরেছেন তাঁরা। তৃণমূলের নাম বললে এতক্ষণে টাকা নিয়ে পগার পার হত। এটাই ভুল হয়ে গেছে ওর।