বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Subhendu Adhikari : রাজ্যে ‘বোমার কুঠিরশিল্প’!ভূপতিনগর কাণ্ডে NIA চেয়ে শাহকে চিঠি দিলেন শুভেন্দু

Subhendu Adhikari : রাজ্যে ‘বোমার কুঠিরশিল্প’!ভূপতিনগর কাণ্ডে NIA চেয়ে শাহকে চিঠি দিলেন শুভেন্দু

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছে শুভেন্দু অধিকারী।

চিঠিতে বিরোধী দলনেতা মারাত্মক সব অভিযোগ করেছেন। তিনি লিখেছেন, পঞ্চায়েত ভোটের আগে শুধু বোমা নয়, বন্দুক-গুলিও মজুত করা হচ্ছে। 

ভূপতিনগরে বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্ত দাবি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চিঠিতে তিনি অভিযোগ করেছেন, শুধু বোমা নয়, বন্দুক গুলিও মজুত করা হচ্ছে। শুধু তাই নয়, চিঠিতে তিনি ভূপতিনগর কাণ্ডে সরকারের বিরুদ্ধে প্রমাণ লোপাটেরও অভিযোগ করছেন।

চিঠিতে শুভেন্দু দাবি করেছেন, উচ্চ ক্ষমতাসম্পন্ন বোমা বিস্ফোরণ হয়েছে ভূপতিনগরে। বোমা এতটাই শক্তিশালী ছিল যে দোতলা বাড়ির টিনের ছাদ পর্যন্ত উড়ে গিয়েছে। বিস্ফোরণে পর তদন্তে গিয়েছিল ফরেন্সিক বিশেষজ্ঞরা, ততক্ষণ পর্যন্ত এলাকা ঘিরে রাখা হয়নি। চারপাতার এই চিঠিতে তিনি রাজ্যে একাধিক বিস্ফোরণের ঘটনারও উল্লেখ করেছেন।

বিরোধী দলনেতার অভিযোগ, রাজ্যে বোমা তৈরি ‘কুঠির শিল্পে’ পরিণত হয়েছে। এ প্রসঙ্গে তিনি তৃণমূল সাংসদ সৌগত রায়ের একটি ভাষণের উল্লেখ করেছেন। চিঠিতে উদ্ধৃতি তুলে দিয়ে তিনি দেখিয়েছেন, ওই ভাষণে সাংসদ সৌগত রায় বোমা তৈরির ফর্মুলা বলছেন।

চিঠিতে বিরোধী দলনেতা আশঙ্কা প্রকাশ করেছেন, বোমা, গুলি নিয়ে তাঁর উপরও আক্রমণ চালাতে পারে শাসকদলের কর্মীরা। তিনি আরও লিখেছেন, পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য জুড়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাই তৃণমূল। তাই ভূপতিনগরে এনআইএ তদন্তের দাবির পাশাপাশি শাসকদলের বিরুদ্ধে বোমা, গুলি মজুতের অভিযোগেরও ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

বন্ধ করুন