সুতপা হত্যাকাণ্ডে অভিযুক্ত সুশান্ত চৌধুরীর জামিনের আবেদন খারিজ করে দিল বহরমুর আদালত। ধৃত সুশান্তর হয়ে শুক্রবার জামিনের আবেদন করেছিলেন তার আইনজীবী। তবে বিচারক সেই আবেদন খারিজ করে দেন। এর জেরে আপাতত জেলেই দিন কাটাতে হবে সুশান্তকে। আগামী ১১ অগস্ট এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা। জামিনে মুক্তি পেলে সাক্ষীদের প্রভাবিত করতে পারে সুশান্ত, এই যুক্তিতেই তার জামিনের আবেদন খারিজ করা হয়।
এর আগে গত ১৫ জুলাই সুতপা হত্যাকাণ্ডে সুশান্ত চৌধুরীর বিরুদ্ধে চার্জশিট পেশ করে পুলিশ। ৪০০ পাতার চার্জশিটে সুশান্তর বিরুদ্ধে খুনের অভিযোগ আনে পুলিশ। উল্লেখ্য, গত ৩ মে বহরমপুরের গোরাবাজারে মেসের সামনে কলেজছাত্রী সুতপাকে কুপিয়ে খুন করে সুশান্ত চৌধুরী। সুতপা ও সুশান্ত, দুই জনেরই বাড়ি মালদায়। বহরমপুরে মেসে থাকতেন সুতপা। সেই মেসের সামনেই তাঁকে খুন করে সুশান্ত। ঘটনার পর ৩৪ নম্বর জাতীয় সড়কে ধরা পড়ে সুশান্ত।
জেরায় সে জানায়, সুতপার সঙ্গে দীর্ঘদিন প্রণয়ের সম্পর্ক ছিল তার। কিন্তু সম্প্রতি সুতপা অন্য এক ছেলের সঙ্গে মেলামেশা করতে শুরু করেছিল। এর জেরে তাদের সম্পর্কে অবনতি হয়। আর এর জেরেই সুতপাকে খুন করে সে। তদন্তে উঠে আসে, খুনের আগে সুতপার ওপর নজর রাখতে বহরমপুরে মেস ভাড়া নিয়ে থাকছিল সুশান্ত। এমনকী সুতপাকে খুন করার জন্য ছুরি কেনে সে।