আজ রাজ্য জুড়ে পালিত হচ্ছে বাংলা নববর্ষ। বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান পূজোর মধ্য বাংলার নতুন বছরকে বরণ করে নিচ্ছেন বাঙালি। কিন্তু, সম্প্রতি রাজ্যে একের পর এক যেভাবে গণধর্ষণের ঘটনা ঘটেছে তাতে উদ্বিগ্ন রাজ্য সরকার। হাঁসখালি থেকে শুরু করে দেগঙ্গা মাটিয়া, ইংরেজবাজার প্রভৃতি এলাকায় সম্প্রতি গণধর্ষণের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য থেকে শুরু করে কেন্দ্র। এ বিষয়ে রাজ্যে নারীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। এবার নতুন বছরের প্রথম দিনে রাজ্যের নারীদের সুরক্ষা চেয়ে পুজো দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনটাই জানালেন তিনি।
আজ বাংলা বছরের প্রথম দিনে কাঁথির ভবতারিণী মন্দিরে পুজো দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যকে নানা ভাষায় কটাক্ষ করে তিনি বলেন, ‘বাংলার নারীশক্তি, দেবী শক্তি প্রত্যেকদিন অত্যাচারিত হচ্ছে হাঁসখালি থেকে কাকদ্বীপ পর্যন্ত, গোটা রাজ্যের প্রত্যেক জেলায়। সৃষ্টির স্রষ্টা নারী শক্তির উপর যে অত্যাচার হচ্ছে তা যেন বন্ধ হয় তাই চেয়ে নতুন বছরের প্রথমদিনে পুজো দিলাম।’
রাজ্য সম্প্রতি যেভাবে ধর্ষণের ঘটনা ঘটেছে তা রুখতে রাজ্য সরকার তৎপর নয় বলেই মনে করেন শুভেন্দু অধিকারী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ঈশ্বরই হলেন সর্বশক্তিমান। তিনি যেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সুমতি দেন এবং নারীদের সুরক্ষার ব্যাপারে প্রশাসন যাতে তৎপর হয় তার তার জন্য মায়ের কাছে প্রার্থনা করেছি।' প্রসঙ্গত, হাঁসখালি কাণ্ডের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিল। এ নিয়ে এদিন আরও একবার মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী নির্যাতিতাকে নিয়ে যে ভাষায় কথা বলেছেন তাতে ওনার উচিত নির্যাতিতার বাড়িতে গিয়ে তার মায়ের সামনে গলায় গামছা দিয়ে ক্ষমা চাওয়া।’ এছাড়াও আরও বিভিন্ন বিষয়ে তিনি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন।