পঞ্চায়েত ভোটের আগে হুমকি পোস্টার পড়ল পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। পোস্টারে লেখা রয়েছে, ‘সিপিএম করলেই খুন করা হবে।’ এমন পোস্টারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও কারা এই পোস্টার দিয়েছে তা জানানো হয়নি। তবে পোস্টারে লেখা রয়েছে ‘জয় বাংলা’। এই পরিস্থিতিতে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল উঠেছে। তবে সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
জানা গিয়েছে, এই পোস্টার পড়েছে মঙ্গলকোটের কৈচর স্টেশবের কাছে অফিস পাড়া এলাকায় চিন্ময় মুখোপাধ্যায় নামে এক ব্যক্তির বাড়ির দেওয়ালে। তাঁর অভিযোগ, রবিবার বাড়ির দেওয়ালে দুটি হুমকি পোস্টার পড়েছিল। সেগুলি তিনি ছিঁড়ে দিয়েছিলেন। এরপর আবার সোমবার সকালে বাড়ির দেওয়ালে একই ধরনের হুমকি পোস্টার দেখতে পান। এই ঘটনার পরে আতঙ্কে রয়েছেন চিন্ময়বাবু এবং তাঁর পরিবার। ইতিমধ্যেই তিনি ঘটনাটি পুলিশকে জানিয়েছেন। পুলিশ এসে তাঁর বাড়ির দেওয়াল থেকে পোস্টারগুলি ছিঁড়ে দিয়েছে। পোস্টারে আরও লেখা রয়েছে, ‘মঙ্গলকোট ছেড়ে চলে যা, মঙ্গলবাটে থাকলে তোকে শেষ করে দেবো।’ পোস্টারের নিচে লেখা রয়েছে জয় বাংলা।
সাধারণত জয় বাংলা তৃণমূলের স্লোগান। তাই এই অভিযোগ উঠেছে তৃণমূলের দিকে। এ বিষয়ে পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য দূর্যোধন সর বলেন, ‘এটা তৃণমূলেরই কাজ। পঞ্চায়েত ভোটের আগে যাতে সিপিএম সমর্থকরা কর্মসূচিতে যোগ দিতে না পারে তার জন্য এই কাজ করা হয়েছে। সিপিএমের উত্থান তৃণমূল মেনে নিতে পারছে না।’ তবে এই অভিযোগ অস্বীকার করেছেন পূর্ব বর্ধমান জেলা কমিটির সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। পুলিশ তদন্ত করলে সত্যি বেরিয়ে আসবে।’