HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > হালিশহরের বিজেপি নেতাকে পিটিয়ে খুনের ঘটনায় গ্রেফতার ৩, বিক্ষোভে ধুন্ধুমার বীজপুর

হালিশহরের বিজেপি নেতাকে পিটিয়ে খুনের ঘটনায় গ্রেফতার ৩, বিক্ষোভে ধুন্ধুমার বীজপুর

ধৃতদের নাম ল্যাংড়া বুবাই, সোমনাথ গঙ্গোপাধ্যায় ও অভিজিৎ দাস। ধৃত প্রত্যেকে হালিশহরের বাসিন্দা এবং এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। ‌

বিজেপি নেতা সৈকত ভাওয়াল। ডানদিকে, বীজপুর থানার সামনে বিক্ষোভ। ছবি সৌজন্য : টুইটার

হালিশহরে বিজেপি–র যুব নেতা সৈকত ভাওয়ালকে পিটিয়ে খুনের ঘটনায় রবিবার উত্তাল হয়ে উঠল বীজপুর এলাকা। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করলেও এদিন বীজপুর থানার সামনে বিক্ষোভে শামিল হয় গেরুয়া শিবির। এদিন পুলিশের ব্যারিকেড ভেঙে থানার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে ক্ষুব্ধ বিজেপি কর্মী–সমর্থকরা। তাদের দাবি, এ খুনের যে মাস্টারমাইন্ড তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।

শনিবার বিকেলে এলাকায় দলের গৃহসম্পর্ক অভিযানে বেরিয়ে খুন হন হালিশহরের ৬ নম্বর ওয়ার্ডের বিজেপি বুথ সভাপতি সৈকত ভাওয়াল (‌৪০)‌। এদিন রাতেই বীজপুর থানায় খুনের অভিযোগে এফআইআর দায়ের করা হয়। নাম প্রকাশ্যে অনিচ্ছুক বীজপুর থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এফআইআরে চারজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের মধ্যে ররিবার সকালে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম ল্যাংড়া বুবাই, সোমনাথ গঙ্গোপাধ্যায় ও অভিজিৎ দাস। ধৃত প্রত্যেকে হালিশহরের বাসিন্দা এবং এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। ‌তাদের বিরুদ্ধে খুন, হত্যার চেষ্টা, হামলা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এদিনই তাদের ব্যারাকপুর আদালতে তোলা হবে।

আর ধৃত এই তিনজনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই এদিন বীজপুর থানা ঘেরাওয়ের ডাক দেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। ব্যারিকেড ভেঙে একেবারে থানার সামনে পৌঁছে যান বিক্ষুব্ধ বিজেপি কর্মী–সমর্থকরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও শুরু হয়। সকাল থেকেই ঘটনাস্থলে রয়েছেন মুকুল–পুত্র স্থানীয় বিজেপি নেতা শুভ্রাংশু রায়। তাঁকে এদিন থানার পাঁচিলে উঠে উত্তেজিত কর্মী, সমর্থকদের সামলানোর চেষ্টা করতে দেখা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার যখন দলের কয়েকজন কর্মীর সঙ্গে এলাকায় গৃহসম্পর্কে অভিযানে সৈকত ভাওয়াল বেরিয়েছিলেন তখন আচমকা বেশ কয়েকজন দুষ্কৃতী বাইকে করে এসে তাঁদের ওপর হামলা চালায়। বিজেপি কর্মীদের বেশ কয়েকজন পালিয়ে গেলেও সেখানে আটকে পড়েন সৈকত। তখনই বাঁশ, লাঠি, ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করা হয় সৈকতকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুষ্কৃতীদের হাতে পেরেক লাগানো বাঁশ, হকি স্টিক, লোহার রডও ছিল। রক্তাক্ত অবস্থায় সৈকতকে উদ্ধার করে কল্যাণীর জেএনএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এদিন রাতেই টুইট করে এ ঘটনার নেপথ্যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রয়েছে বলে অভিযোগ তোলনে বিজেপি–র সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়। রাজ্যে গণতন্ত্রের মৃত্যু হয়েছে বলেও তিনি দাবি করেছেন। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এনেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংও। যদিও উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দাবি, ‘‌আদি বিজেপি–র সঙ্গে নব্য বিজেপি–র কোন্দলের জেরেই এ ঘটনা ঘটেছে।’‌

অভিযোগ অস্বীকার করেছেন নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিকও। তাঁর কথায়, ‘‌এতে তৃণমূলের কেউ জড়িত নয়। আমার কাছে খবর আছে, এটা আসলে পারিবারিক গণ্ডগোল। সেই থেকেই মারধর, মৃত্যু। যে কোনও মৃত্যুই দুঃখজনক। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের অবিলম্বে গ্রেফতার করার দাবি জানাচ্ছি।’‌ রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘‌আমরা যতদূর জানি, এটা অরাজনৈতিক কোনও গন্ডগোলের জেরে ঘটেছে। পুলিশ তদন্ত করে দেখছে।’

বাংলার মুখ খবর

Latest News

জাল এজেন্টকে ধরে বের করলেন সেলিম, মুর্শিদাবাদে উত্তেজনা তুঙ্গে, পৌঁছল পুলিশ একই শহরে ২মৃত্যু, ক্যানসারের সঙ্গে লড়াই থামল পরিচালকের,প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী প্যানেল বাতিল হওয়ায় একাদশ-দ্বাদশের শিক্ষক নেই, ভরতি বন্ধ রাখল বীরভূমের স্কুল ১০ লাখের গাড়ি, বছরে ৪ লাখের বেশি আয় সায়নের, তৃণমূলের দেবাংশুর সম্পত্তি কত? স্ট্র্যাটেজি নয়, বাধ্য হয়েই ৯ নম্বরে ব্যাট করতে নেমেছিল ধোনি! সামনে এল বড় কারণ ১০ বছর ধরে সংগ্রহ করা হরিণের ৬২টি শিং পুড়িয়ে নষ্ট করল বন বিভাগ, কারণ জানেন? জঙ্গিপুর লোকসভা কেন্দ্র ২০২৪: অতীতে জিতেছিলেন প্রণব, এখন তৃণমূলের শক্ত ঘাঁটি ১০ হাজার ঘণ্টা ধরে তৈরি ইশা আম্বানির মেট গালার শাড়ি স্টাইল গাউন, কী বিশেষত্ব? শনিদেব এবার দু’হাত তুলে আশীর্বাদ করবেন, এই রাশির জাতকদের সামনে বিরাট সুযোগ ভোট দিতে গেলেন না মালদার মহিলারা, উন্নয়ন না হওয়ার অভিযোগে শুরু অনশন

Latest IPL News

স্ট্র্যাটেজি নয়, বাধ্য হয়েই ৯ নম্বরে ব্যাট করতে নেমেছিল ধোনি! সামনে এল বড় কারণ টিম KKR বারাণসীতে কী করছে? কলকাতায় নামতে পারল না নাইটদের চাটার্ড বিমান IPL-এ নিজের আক্রমণাত্মক মেজাজ নিয়ে অনুতপ্ত গৌতম গম্ভীর কোহলি ও গায়কোয়াড়ের লড়াইয়ের মাঝে অরেঞ্জ ক্যাপের রেসে ট্র্যাভিস হেডের এন্ট্রি রাতের ওয়াংখেড়েতে সূর্যোদয়, ঝোড়ো শতরান করে MI-কে জেতালেন স্কাই, ধাক্কা খেল SRH ‘ক্রিকেট না খেলে ব্যবসা করলে ওরা আমায় ঠকিয়ে দিত’, কাদের কথা বললেন বিরাট? ভিডিয়ো LSG vs KKR: রাসেল মিডল ওভারে উইকেট নিয়ে চাপ কমিয়ে দেয়, প্রশংসায় পঞ্চমুখ রানা ফের একটা ফ্লাইং কিস হয়ে যাক? ১ ম্যাচ ব্যানের পরে রানাকে ট্রোল KKR তারকার 'ধোনিকে খুব সম্মান করি', গোল্ডেন ডাকের পরেও উচ্ছাস করলেন না কিংসদের এই ক্রিকেটার IPL 2024-ম্যাচ বাঁচাতে ভোকাল টনিক ঋদ্ধির, বিরাটের কাছে খেলেন গালাগাল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ