বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Anubrata Mondal: কেষ্টর ব্রেকফাস্ট টেবিলে ওরা কারা? তিন রহস্যময় যুবকের উপস্থিতি নিয়ে তুঙ্গে চর্চা

Anubrata Mondal: কেষ্টর ব্রেকফাস্ট টেবিলে ওরা কারা? তিন রহস্যময় যুবকের উপস্থিতি নিয়ে তুঙ্গে চর্চা

অনুব্রত মণ্ডলের ব্রেকফাস্ট টেবিলে তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি

মঙ্গলবার এখানে অনুব্রত মণ্ডল আসতেই খাবার টেবিলের সামনের চেয়ারে বসেছিলেন গেঞ্জি পরা এক যুবক। আর অনুব্রতের ঠিক পাশে বসেছিলেন সবুজ পাঞ্জাবি পরা এক যুবক। ওই যুবকই দোকানের বিল মেটান। অনুব্রতের পাতে চারটে কচুরি থাকলেও তিনি তিনটে খান। আর একটি কচুরি সবুজ পাঞ্জাবি পরা যুবককের পাতে তুলে দেন।

শক্তিগড়ে অনুব্রত মণ্ডলের ব্রেকফাস্ট টেবিলে তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে দেখা যায়। তাঁদের মধ্যে প্রায় আধঘণ্টা কথা হয়। কাদের সঙ্গে কথা বলছিলেন বীরভূম তৃণমূল কংগ্রেসের সভাপতি? এই প্রশ্নই এখন বড় আকারে চর্চা হচ্ছে। অনুব্রতর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ অফিসাররা ছিলেন অন্য টেবিলে। আগে থেকেই মিষ্টির দোকানে ছিলেন ওই তিন ব্যক্তি বলে সূত্রের খবর। রাখী পূর্ণিমার দিন গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মণ্ডল। আর দোল পূর্ণিমার দিন দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে।

এদিকে শক্তিগড়ে ল্যাংচা বিখ্যাত। ভোজনরসিক অনুব্রত মণ্ডল সেখানে পেটপুরে খেলেন জলখাবার। লুচি, ছোলার ডাল, তরকারি, মিষ্টি খান তিনি। অনুব্রত মণ্ডলের সঙ্গে টেবিলে ছিলেন আরও তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তি। তাদের সঙ্গে বেশ ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা যায় কেষ্টকে। এদের তিনি আগে থেকেই চেনেন বলে বোঝা যায়। তবে মুখ ভার ছিল নেতার। সেই মেজাজ ছিল না চেহারায়। মুখ বেজার করে রেখেছিলেন অনুব্রত মণ্ডল।

অন্যদিকে সূত্রের খবর, কেষ্টর সঙ্গে দেখা করতে আগেই শক্তিগড়ে আসেন তিন রহস্যময় ব্যক্তি। ওই তিন ব্যক্তি বীরভূম থেকে গাড়ি করে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে এসেছিলেন। ওই গাড়িটির নম্বর ডাব্লিউ বি ৪১ এইচ ০০০৭। গাড়ির রেজিস্ট্রেশন হয়েছে পূর্ব বর্ধমানের আরটিও অফিস থেকে। রেজিস্ট্রেশন নম্বর দিয়ে গাড়ির তথ্য খুঁজতে গেলে সামনে আসছে মলয় পিটের নাম। এই মলয় পিটের শান্তিনিকেতনে মেডিক্যাল কলেজ রয়েছে। তাঁকেও আগে ইডি–সিবিআই ডেকে পাঠিয়েছিল। তাহলে কি কোনও তথ্য দিতেই এরা হাজির হয়েছিল?‌ উঠছে প্রশ্ন।

আজ, মঙ্গলবার এখানে অনুব্রত মণ্ডল আসতেই খাবার টেবিলের সামনের চেয়ারে বসেছিলেন গেঞ্জি পরা এক যুবক। আর অনুব্রতের ঠিক পাশে বসেছিলেন সবুজ পাঞ্জাবি পরা এক যুবক। সবাই সবাইকে চেনে বোঝা গেল। ওই যুবকই দোকানের বিল মেটান। অনুব্রতের পাতে চারটে কচুরি থাকলেও তিনি তিনটে খান। আর একটি কচুরি সবুজ পাঞ্জাবি পরা যুবককের পাতে তুলে দেন। এই গোটা বিষয়টি নিয়ে রহস্য দানা বেঁধেছে। আর দোকানের কর্মী শেখ আমরুল হক বলেন, ‘অনুব্রত মণ্ডলকে চারটি কচুরি এবং ছোলার ডাল দেওয়া হয়েছিল। তার পর স্পেশাল ল্যাংচা এবং রাজভোগ। আমাদের দোকানে উনি আগেও খেয়েছেন। ঝালমুড়ি আর লাল চা খেতে ভালবাসেন। কিন্তু আজ আর চা খাননি।’‌

বাংলার মুখ খবর

Latest News

দলীপে পরপর উইকেট হারালেও বুক চিতিয়ে লড়লেন অভিমন্যু!দলের লজ্জা ঢাকলেন শতরানে… 'মানুষের মধ্যেই দেবতা খুঁজে পাই', ডাক্তারদের জন্য সিদ্ধ ডিম বিতরণ মহিলার ভর দুপুরে কলকাতায় ব্যস্ত রাস্তার পাশে পরিত্যক্ত ব্যাগে বিস্ফোরণ, উড়ে গেল হাত 'হাতটা ক্রমেই শরীরের নিচের দিকে…' অরিন্দম শীলের বিরুদ্ধে সরব আরও এক অভিনেত্রী 'ত্রিপলগুলো গুনে নেবেন', ডাক্তারদের কাছে মমতা যাওয়ার পরে বললেন ‘বং গাই’, শতরূপরা তাজমহলের প্রধান গম্বুজ ফুটো হয়ে জল পড়ছে, সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো ভাইরাল ‘ক্রিকেটে টাকার গন্ধ পেয়েছে, বুকিরা তাই ঢুকতে চাইছে’!আশঙ্কার কথা মার্শালের গলায়… বিপদ সঙ্কেত উপেক্ষা, রেলওয়ে আন্ডারপাসে সলিলসমাধি দুই ব্যাংক কর্মীর ছোট্ট 'দীপজ্যোতি'র সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটিতে মজল নেট দুনিয়া! ‘দিদি আপনাকে কুর্নিশ’,ডাক্তারদের ধরনা মঞ্চে মুখ্যমন্ত্রী যেতেই মমতা-বন্দনা দেবের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.