রাজ্যের মন্ত্রী অখিল গিরি রাষ্ট্রপতিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর রামনগরে এসে সভা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী–সহ অফিল গিরিকেও আক্রমণ করেছিলেন তিনি। এবার সেখানেই আজ পাল্টা সভা করতে চলেছে তৃণমূল কংগ্রেস। আজ ২৬ নভেম্বর অখিল গিরির বিধানসভা কেন্দ্র রামনগরে সভা করবে তৃণমূল কংগ্রেস। সেখানে অখিল গিরির উপস্থিত থাকার কথা। এছাড়া থাকবেন কুণাল ঘোষ, বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মান্ডি।
সম্প্রতি রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি রাষ্ট্রপতিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। কারণ তাঁকে দেখতে কাকের মতো বলে খোঁচা দেন শুভেন্দু। সেটা সহ্য করতে না পেরে মুখ ফসকে রাষ্ট্রপতিকে কেমন দেখতে তা নিয়ে মন্তব্য করে ফেলেন। এই নিয়ে রাজ্য–রাজনীতিতে বিতর্ক তৈরি হয়। তাঁর পদত্যাগের দাবিতে ময়দানে নেমে পড়ে বিজেপি শিবির। একাধিক জায়গায় মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে বিজেপি। রাস্তায় নেমে আন্দোলন করেছেন বিজেপি নেতারা। তারই পাল্টা আজ দেওয়া হবে। তবে একই জায়গা থেকে।
এদিকে আবার শুভেন্দু অধিকারী মন্ত্রী–বিধায়ক বীরবাহা হাঁসদা এবং দেবনাথ হাঁসদাকে জুতো তলায় থাকে বলে অশালীন মন্তব্য করে বসেন তিনি। তখন থেকে বিরোধী দলনেতা অপমান করেছেন বলে অভিযোগ তুলে পথে নেমেছে তৃণমূল কংগ্রেসও। এই পরিস্থিতিতে রামনগরে সভা করে অখিল গিরির শাস্তির দাবি করেছেন শুভেন্দু অধিকারী। আজ শনিবার পাল্টা আসরে নামছে তৃণমূল কংগ্রেস। তাঁদের অভিযোগ, মিথ্যা কথা বলছে বিজেপি। ক্ষমা না চাইলে বীরবাহার জুতো পালিশ করাবো শুভেন্দুকে দিয়ে বলে মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
অন্যদিকে এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘হাস্যকর কাণ্ড শুভেন্দুর মিছিল। নানা ভাষায় কটূক্তি করেছেন বাবার বয়সি অখিল গিরিকে। অখিল গিরির মন্তব্যের জন্য দল ক্ষমা চেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চেয়েছেন। আর শুভেন্দু অধিকারী বলছেন আদিবাসীদের দু’জন প্রতিনিধি তাঁর জুতোর তলায় থাকেন। কাঁচের ঘরে বসে ঢিল ছুড়লে জনতার দরবারে বিচার হবে।’ আজকের রামনগরে কুণালের সভায় অখিল আজ, শনিবার প্রকাশ্য সভায় কী বলেন সেটাই দেখার। সভায় থাকবেন মন্ত্রী বীরবাহা হাঁসদা, মন্ত্রী জ্যোৎস্না মান্ডি।