বিজেপি নেতার উপর হামলার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তাই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি মন্ত্রী–পুত্র। তাই বিষয়টি প্রকাশ্যে আসতে জলঘোলা হতে শুরু করেছে। কোচবিহারের দিনহাটার ঝুড়িপাড়া এলাকায় শনিবার তৃণমূল–বিজেপির সংঘর্ষে হয়। আর তার জেরে নাম জড়িয়ে যায় মন্ত্রী পুত্রের। হ্যাঁ, তিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর ছেলে সায়ন্তন গুহ। এই সংঘর্ষে আহতের স্ত্রী সায়ন্তন গুহর বিরুদ্ধে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেছেন। দিনহাটা থানায় যে এফআইআর দায়ের করা হয়েছে তাতে এক নম্বরে সায়ন্তন গুহের নাম রয়েছে। আবার দিনহাটা পুরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, তৃণমূল কংগ্রেসের দিনহাটা ২ নম্বর ব্লক সভাপতি দীপক ভট্টাচার্যের নামও রয়েছে।
তাহলে কি তৃণমূল কংগ্রেস পিছিয়ে গেল? তৃণমূল কংগ্রেসও পাল্টা এফআইআর দায়ের করেছে বলে খবর। সুতরাং পিছিয়ে আসার কোনও প্রশ্ন যে নেই এই অভিযোগ দায়েরের মধ্যে দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির কোচবিহার জেলা সম্পাদক অজয় রায়, মণ্ডল সভাপতি ঈশ্বর দেবনাথ–সহ একাধিক নেতা–কর্মীর নামে অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার বিজেপির মণ্ডল সভাপতি ঈশ্বর দেবনাথের বাড়িতে বৈঠক চলছিল। অভিযোগ, তখনই সেখানে বিজেপি নেতাদের উপর হামলা চালায় তৃণমূল। এই ঘটনায় আহত হন ঈশ্বর দেবনাথ–সহ বিজেপির সম্পাদক অর্জুন চক্রবর্তী। আজ ঈশ্বর দেবনাথের স্ত্রী রিনা দেবনাথ উদয়ন গুহের ছেলে সায়ন্তন গুহ–সহ ৩৪ জনের নামে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেন।
এদিকে এই বিষয়টি নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয়ে উঠেছে জেলার রাজনীতি। কোচবিহার জেলা বিজেপি সম্পাদক অজয় রায় জানান, তাঁদের দলীয় বৈঠক চলাকালীন তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। আর তার ফলে ঈশ্বর দেবনাথ এবং তিনজন গুরুতর আহত হয়ে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আর সেই ঘটনায় জড়িতদের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন ঈশ্বর দেবনাথের স্ত্রী রিনা দেবনাথ। পাল্টা জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা উদয়ন গুহর ছেলে সায়ন্তন গুহ বলেন, ‘এই ঘটনার সময় আমি অনেক দূরে ছিলাম। আসলে উদয়ন গুহকে চাপে ফেলতেই ভিত্তিহীন অভিযোগ করেছে।’
আরও পড়ুন: নয়াদিল্লির ঠাণ্ডায় জবুথবু অবস্থা অনুব্রত মণ্ডলের, জেলের কুঠুরি থেকে বেরচ্ছেন না কেষ্ট
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দিনহাটা ২ নম্বর ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য বিজেপির তোলা অভিযোগ নসাৎ করে দিয়ে পাল্টা জানান, ওইদিন দিনহাটায় তৃণমূল কংগ্রেসের কর্মিসভা ছিল। সেই সভাকে বানচাল করতেই বিজেপি কর্মীরা বাইরের থেকে সমাজবিরোধীদের নিয়ে আসে। এই ঘটনার দিন তৃণমূল কংগ্রেসের ছেলেরা যখন সেই বাড়ির পাশ থেকে যাচ্ছিল তখন তাঁদের উপর হামলা চালায় বিজেপি আশ্রিত ওই দুষ্কৃতীরা। দু’পক্ষের আহতরা দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। পঞ্চায়েত নির্বাচনের সময়ও তৃণমূল–বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহার।