বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > নিরীহকে উত্যক্ত করায় রেগে গিয়ে বিজেপি কর্মীর কান ছিঁড়ে খেল‌ TMC কর্মী!

নিরীহকে উত্যক্ত করায় রেগে গিয়ে বিজেপি কর্মীর কান ছিঁড়ে খেল‌ TMC কর্মী!

বিজেপি কর্মীর কান দাঁতে করে ছিঁড়ে খেল‌ তৃণমূল কর্মী। প্রতীকী ছবি

অভিযুক্ত তৃণমূল কর্মী রশিদুর রহমান ওই এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার ওই এলাকায় এক ব্যক্তিকে উত্যক্ত করছিল রশিদুল রহমান। বারবার ওই ব্যক্তিকে উলঙ্গ করে দেওয়ার চেষ্টা করছিল রশিদুল। সে বিষয়টি নজরে আসে বিনয়ের। ঘটনায় তিনি সেখানে গিয়ে প্রতিবাদ জানান। 

অত্যন্ত হিংস্র ঘটনা ঘটল জলপাইগুড়ির ধুপগুড়িতে। এক ব্যক্তিকে উত্যক্ত করার প্রতিবাদ জানাতে গিয়ে তৃণমূল কর্মীর হাতে আক্রান্ত হলেন বিজেপি কর্মী। শুধু তিনি আক্রান্তই হলেন না, বিজেপি কর্মীর কান কামড়ে ছিঁড়ে তা চিবিয়ে খেয়ে ফেলল ওই তৃণমূল কর্মী। এমনই হিংসাত্মক ঘটনার সাক্ষী থাকল ধূপগুড়ি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের স্টেশন মোড় এলাকা। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্ত বিজেপি কর্মীর নাম বিনয় রায়। তিনি ধুপগুড়ি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অন্যদিকে, অভিযুক্ত তৃণমূল কর্মীর নাম রশিদুল রহমান। এই ঘটনায় তৃণমূল কর্মীর বিরুদ্ধে ধুপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি কর্মী।

আরও পড়ুন: বিজেপির জেলা সভাপতিকে জুতোপেটা মহিলা কর্মীর, কলকাতা হাইকোর্টে তুলকালাম

কী ঘটেছিল?

জানা গিয়েছে, অভিযুক্ত তৃণমূল কর্মী রশিদুর রহমান ওই এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার ওই এলাকায় এক ব্যক্তিকে উত্যক্ত করছিল রশিদুল রহমান। বারবার ওই ব্যক্তিকে উলঙ্গ করে দেওয়ার চেষ্টা করছিল রশিদুল। সে বিষয়টি নজরে আসে বিনয়ের। ঘটনায় তিনি সেখানে গিয়ে প্রতিবাদ জানান। এরপর এই ঘটনাকে কেন্দ্র করে বিনয়ের সঙ্গে রশিদুলের মধ্যে বচসা বেঁধে যায়। তখন আচমকা রশিদুল বিজেপি কর্মীর উপর চড়াও হয় এবং তার কান কামড়ে চিবিয়ে খেয়ে নেয়।

এই ঘটনায় হতবাক হয়ে যান প্রত্যক্ষদর্শীরা। তড়িঘড়ি বিজেপি কর্মীকে উদ্ধার করে তারা ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরের দিন শুক্রবার তৃণমূল কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানান বিজেপি কর্মী। আক্রান্ত ব্যক্তির বক্তব্য, রশিদুল একটি ছেলের প্যান্ট খুলে নেওয়ার চেষ্টা করছিল। সেই কারণে তিনি প্রতিবাদ জানিয়েছিলেন। আর তাতেই কামড়ে কানের অনেকটা অংশ চিবিয়ে নিয়েছিল। এক প্রত্যক্ষদর্শীর বক্তব্য, কানের প্রায় অর্ধেকটা অংশ ছিল না। ছিঁড়ে যাওয়া অংশ না থাকায় তা সেলাই করার মতো পরিস্থিতিও ছিল না। জানা গিয়েছে, অভিযুক্ত রশিদুল রহমান আগে হকারি করত। আক্রান্ত বিনয়ের কথায়, ‘রশিদুল তৃণমূল করে আর আমি বিজেপি করি। ’

এমন ঘটনায় হতবাক ধুপগুড়ির বাসিন্দারা। শুধু ধুপগুড়ি বাসিন্দারাই নন, এই নিয়ে ধুপগুড়ির রাজনৈতিক মহলেও তুমুল চর্চা শুরু হয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্ব এই ঘটনাকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন। তাদের বক্তব্য, এতদিন তৃণমূল বালি, কয়লা খেতো, এখন বিজেপি কর্মীদের কান খাচ্ছে। বিজেপি কর্মীদের বক্তব্য, সন্ধ্যা হওয়ার পর থেকে তৃণমূল কর্মীরা নেশাগ্রস্ত অবস্থায় থাকে। এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল কর্মীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিজেপি নেতৃত্ব। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, তারা এ বিষয়ে জানেন না। এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত। তার খোঁজ চালাচ্ছে পুলিশ।

বাংলার মুখ খবর

Latest News

আসছে সইফ আলি খান ও জয়দীপ আহলাওয়াতের ‘জুয়েল থিফ’, কবে মুক্তি পাচ্ছে ছবিটি? CSK-র হয়ে সর্বাধিক রান, ২০০ শিকার, RCB ম্যাচে ৫টি বিরাট রেকর্ড গড়তে পারেন ধোনি অজয়-রীতেশের ঠাণ্ডা লড়াই! হানি সিংয়ের গানের সঙ্গে ‘রেইড ২’-এর চমকে ঠাসা টিজার ‘কৃষ ৪’-এ রাকেশের পরিচালনায় কাজ নয়, এবার হৃতিকের ছবির পরিচালক কে 'আত্মনির্ভর' সমরাস্ত্রের জন্য ২৫০০ কোটি টাকার চুক্তি ভারতের, পা কাঁপবে শত্রুদের জগৎ-অর্থনীতিতে শ্রেষ্ঠ হবে ভারত! অক্সফোর্ডে ‘মানতে চাননি’ মমতা, নিন্দায় বিজেপি আদৌ ঘরের মাঠ বলে কিছু আছে? ইডেনের পিচ বিতর্কের আগুনে ঘি দিলেন বাংলার প্রাক্তনী ‘পুলিশ তো আপনাদেরই বাঁচানোর চেষ্টা করছে’, BJP-র ফুটেজ দেখে বলল আদালত! পরনে লেহেঙ্গা, গা ভর্তি গয়না! মেয়ের বেশে থাকা অভিনেতাকে চিনতে পারছেন? নোটিশের পরেও বেআইনি নির্মাণ অব্যাহত, কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুরসভা

IPL 2025 News in Bangla

আদৌ ঘরের মাঠ বলে কিছু আছে? ইডেনের পিচ বিতর্কের আগুনে ঘি দিলেন বাংলার প্রাক্তনী 'চাপে পড়ে' সুর নরম সুজনের? হেডদের ম্যাচে ইডেনে ঘুরতে পারে বল, তবে হবে না চিপক শামি-কামিন্সদের আত্মবিশ্বাসকে হত্যা করছে SRH? ভনের যুক্তি, শুরু নতুন বিতর্ক রুতুরাজ কি ওপেনে ফিরবেন? RCB-র জার্সিতে দেখা যাবে ভুবিকে? দেখুন সম্ভাব্য একাদশ 6,6,6: মাঠে নেমেই ছক্কার হ্যাটট্রিক, ধোনিদের বিরল IPL রেকর্ড ছুঁলেন কামিন্স ২৭ কোটির ঋষভ পন্তের ঠুকঠুকে ব্যাটিং, রাগে টিভি ভাঙলেন লাইভ শোয়ের সঞ্চালক- ভিডিয়ো উপ্পলে ট্র্যাভিসের স্টাম্প ছিটকে দিয়ে ইন্দ্রপতন ঘটানো প্রিন্স যাদব কে?- ভিডিয়ো LSGর কাছে হেরে প্রতিপক্ষ বোলারদের প্রশংসায় কামিন্স! সঙ্গে দিলেন বদলার হুঙ্কার উপ্পলে চোখের নিমেষে অর্ধশতরান, মার্শ-হেডের যুগ্ম রেকর্ড ভেঙে চুরমার করলেন পুরান গোয়েঙ্কার বদলার আগুনে পুড়ে খাক SRH! মোটে ১৬.১ ওভারে ১৯১ রান তাড়া করে জিতল LSG

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.